নবীনগরে নানা কর্মসূচির মাধ্যমে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত
মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে নানা কর্মসূচির মাধ্যমে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে। দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিশ্ব প্রতিপাদ্যে শুক্রবার সকালে উপজেলা পরিষদ কার্যালয় প্রাঙ্গণে পতাকা উত্তোলন করেন আনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল ছিদ্দিক। পতাকা উত্তোলন শেষে স্থানীয় ডাক বাংলোর সামনে দুর্নীতি বিরোধী এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবু কামাল খন্দকার সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার মো: মোশাররফ হোসাইন (ভূমি)। সাংবাদিক মাহাবুব আলম লিটনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন শান্তি ,বীর মুক্তিযোদ্ধা সামছুল আলম সাহন,প্রেসক্লাব সভাপতি জালাল উদ্দিন মনির,আসাদুজ্জামান কল্লোল,আবু কাউছার,সাইদুল আলম সোরাফ, মোছাঃ আমেনা খাতুন, মাওলানা আব্দুল মতিন,অধ্যক্ষ ইকবাল হোসেন,কমরেড ইসহাক আহম্মেদ প্রমুখ।
বক্তারা দুর্নীতি প্রতিরোধে সকলকে কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে সচেষ্ট হওয়ার আহবান জানান।
যেখানে দূর্নীতি দেখবে সেখানে প্রতিরোধ গড়ে তুলতে হবে। আজকের যারা শিক্ষার্থী তারা আগামি দিনের ভবিষ্যৎ। এই শিক্ষার্থীরাই পারবে একটি দূর্নীতি মুক্ত সোনার বাংলা গড়তে। সব সময় পিতা মাতার প্রতি সম্মান শ্রদ্ধা এবং দেশ ও জাতির জন্য ভালোবাসা রেখে সত্য ন্যায় প্রতিষ্ঠা করতে হবে।
তবে অন্যান্য বছরের ন্যায় এবারও দুর্নীতি প্রতিরোধ কমিটি ব্যাপক জাঁকজমকের মধ্যে অনুষ্ঠিত হয়েছে, পরে দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত করা হয়েছে।