নবীনগরে ডাক্তারের ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু, ডাক্তার গ্রেফতার
নবীনগর প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কাইতলা গ্রামে পল্লী চিকিৎসকের ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে। এই ঘটনায় পুলিশ পল্লী চিকিৎসককে গ্রেফতার করেছে। ওই রাতেই লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে জেলা মর্গে প্রেরণ করেছে।
জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় কাইতলা গ্রামের মৃত ফয়েজ উদ্দিনের ছেলে নয়ন মিয়া (৪৫) হঠাৎ অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন উপজেলার কাইতলা বাজারের পল্লী ফার্মেসীতে নিয়ে যায়। সেখানে পল্লী চিকিৎসক কামাল হোসেনের চিকিৎসাধীন
অবস্থায় রোগীর মৃত্যু হয়।
নিহতের স্ত্রী রুমী আক্তার জানান, তার স্বামী অসুস্থ হয়ে পড়লে ঐ চিকিৎসকের কাছে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়। ওসি রণোজিত রায় বলেন, এই ঘটনায় ডাক্তারকে আটক করা হয়েছে, লাশ ময়নাতদন্তের জন্যে জেলা মর্গে প্রেরণ করা হয়েছে।
« মলয়া গানের রচয়িতা সাধক কবি মহর্ষি মনোমোহন দত্তের ১৪১তম জন্মোৎসব পালিত (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) নবীনগরে শীতার্ত মানুষের পাশে মোর্শেদ কামাল »