Main Menu

নবীনগরে ঝড়ের কবলে নদীতে ডুবে এক যুবকের মৃত্যু

+100%-

নবীনগরে ঝড়ের কবলে পড়ে নদী সাতরে পার হতে গিয়ে হাসান (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল রবিবার রাত আনুমানিক ৯ টার দিকে উপজেলার তিতাস নদীর শাখা বুড়ি নদীতে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে আজ সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স (ডুবুরি) চাঁদপুর শাখার একটি দল ঘটনাস্থলে এসে কয়েক ঘন্টা চেষ্টা চালিয়ে নিহত ওই  যুবকের লাশ  উদ্ধার করে। নিহত যুবক উপজেলার শিবপুর ইউনিয়নের কনিকাড়া পুর্বপাড়ার (সরকার বাড়ির) মৃত ফেরদৌস  মিয়ার ছেলে।

সুত্র জানায়, হাসান পেশায় টাইলস মিস্ত্রীর কাজ করতেন। ঘটনার দিন সে কাজ শেষে বাড়ি ফিরছিল। সেসময় তার সাথে একই গ্রামের দুই সহযোগিও ছিল। ওই দুজন  নদী সাতরে
ওপারে পৌছালেও হাসান তলিয়ে যায়। সহযোগিরা  জানায়, আক্সম্মিক ঝড় শুরু হলে তারা নদীর পাড় দিয়ে  দৌড়াতে শুরু করে। নারায়নপুর গ্রামের শেষে বুড়ি নদী পার হতে গিয়ে নৌকা না
পেয়ে তারা  সাতরে নদী পার হবার সিদ্ধান্ত নিলে তারা নদীতে(আনুমানিক ২০ হাত) নামার পর হাসান মাঝ নদীতে তলিয়ে যায়।

ডুবুরি শাখার টিম প্রধান আব্দুর রব জানান, ঘটনাস্থল থেকে ৩০০ ফুট দুরে পানির তল দেশ থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়। পরে নবীনগর থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।






Shares