Main Menu

নবীনগরে জনস্বাস্থ্য প্রকৌশলীর অফিসের সামনে থেকে মরদেহ উদ্ধার

+100%-

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলীর পুরাতন ভবনের বারান্দা থেকে একটি মরদেহ উদ্ধার করেছে নবীনগর থানার পুলিশ।পুলিশ এখন পুর্যন্ত ওই মরদেহটির পরিচয় সনাক্ত করতে পারেনি।
সরজমিনে গিয়ে জানা যায়, রোববার রাতে নবীনগর উপজেলা পরিষদের এলাকায় অবস্থীত জনস্বাস্থ্য প্রকৌশলীর পুরাতন ভবনের বারান্দায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তিকে শুয়ে থাকতে দেখতে পায় স্থানীয় পাহারাদা।এসময় ওই ব্যাক্তিকে ডাকতে গেলে কোনো প্রকার সাড়া শব্দ না পেলে, বিষয়টি উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী খোরশেদ আলমকে জানানো হয়। পরে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী তিনিও এসে তাকে ডাকাডাকি করতে থাকেন। একপর্যায়ে তাকে ধাক্কা দিয়ে উঠাতে গিয়ে দেখা যায়, লোকটি মরে পরে আছে। ওই ব্যক্তির মৃত্যুর বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকতাকে অবহিত করেন। উপজলো নির্বাহী কর্মকর্তা বিষয়টি জানতে পেরে তিনি পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল ছিদ্দিক জানান, জনস্বাস্থ্য প্রকৌশলীর পুরাতন ভবনের বারান্দায় এক ব্যক্তির লাশ পরে রয়েছে এই সংবাদ পেয়ে সাথে সাথে বিষয়টি আমি পুলিশকে জানানোর পর তারা এসে লাশ উদ্ধার করে নিয়ে গেছে।

নবীনগর থানার ওসি আমিনুর রশিদ জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে এক অজ্ঞাত ব্যাক্তি,যার আনুমানিক বয়স ( ৪০) এর লাশ উদ্ধার করা হয়েছে। লাশটি সুরতহাল রিপোর্ট করা হয়েছে। লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। আশপাশের লোকজন জানিয়েছে যে এ লোকটি প্রায় সময়ই এই দিক দিয়ে ঘুরা ফেরা করত। ধারণা করা হচ্ছে, লোকটি মানসিক রোগী। সোমবার সকালে লাশের ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। কেউ ওই ব্যক্তির পরিচয় জেনে থাকলে ০১৩২০-১১৫০৯০ (ডিউটি অফিসার নবীনগর থানা) নম্বরে যোগাযোগ করতে পারেন।






Shares