Main Menu

নবীনগরে জননেতা মাহবুবুল আলমের ১৩ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

+100%-
মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি    ::মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও নবীনগর উপজেলার শাখার আওয়ামীলীগের   সাবেক সভাপতি প্রয়াত মাহবুবুল আলম স্মরণে শুক্রবার বিকেলে দৌলতপুর দাখিল মাদ্রাসা প্রাঙ্গনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহবুবুল আলম স্মৃতি সংসদের সভাপতি হাজী মোঃ আক্তার হোসেন এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুল,  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মনির, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ও সদর উপজেলার ভাইস চেয়ারম্যান এড. লোকমান হোসেন, জেলা পরিষদ সদস্য ও নবীনগর পৌর আওয়ামীলীগের সভাপতি বোরহান উদ্দিন
আহমেদ , উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এড.সুজিত কুমার দেব, ইয়াবের হোসেন জামিল, সাংগঠনিক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মাশুকুর রহমান মাসুক, শ্রম অধিদপ্তরের সাবেক পরিচালক মফিজ উদ্দিন মদন, যুবলীগ সভাপতি সামস্ আলম,  জেলা স্বেচ্ছাসেবক লীগ সহ-সভাপতি নিয়াজ মো. কাজল, কৃষ্ণনগর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রশিদ রাশেদ, কৃষ্ণনগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী মোঃ মলাই মিয়া।
সভায় মাহবুবুল আলমের রাজনৈতিক ত্যাগ-তিতিক্ষা ও মহান মুক্তিযুদ্ধে তাঁর অবদানের স্বীকৃতি স্বরুপ নবীনগর মনতুলি টু সিতারামপুর নির্মিতব্য সেতুটি  “মাহবুবুল আলম সেতু” নামকরনের জন্য মাহবুবুল আলম স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক এম. নাঈমুর রহমান আনুষ্ঠানিকভাবে আবেদন পত্র তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি মোহাম্মদ এবাদুল করিম বুলবুল এম.পির নিকট।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে প্রয়াত জননেতার রাজনৈতিক জীবন ও কর্ম নিয়ে স্মৃতিচারণ করেন এবং মাহবুবুল আলম স্মৃতি সংসদের আবেদনের পরিপ্রেক্ষিতে মনতুলি টু সিতারামপুর সেতুটি “মাহবুবুল আলম সেতু” নামকরণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করার আশ্বাস প্রধান করেন।





Shares