Main Menu

নবীনগরে গুঞ্জণ পাঠাগারের পিঠা উৎসব

+100%-

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর থেকে: ব্রা‏‏হ্মণবাড়িয়ার নবীনগর পৌরএলাকার সোহাতা গুঞ্জণ পাঠাগারে গতকাল শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে এক জমকালো পিঠা উৎসব। মায়েদের হাতে তৈরি ভিন্ন ভিন্ন স্বাদ ও নানন আকৃতির প্রায় ৭০ প্রকারের পিঠা প্রদর্শনের মধ্য দিয়ে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। ভোলাচং উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক পার্থ চক্রবর্তীর সভাপতিত্বে ও গুঞ্জণ পাঠাগারের প্রতিষ্ঠাতা হাবিবুর রহমান স্বপনের সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর মেয়র মোহাম্মদ মাঈন উদ্দিন মাইনু। বক্তব্য রাখেন, নবীনগর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু মোছা, অতিরিক্ত উপ-পরিচালক (কৃষি) শহীদুল হক, ডা: মো: সায়েমুল হুদা, মেয়রের সহধর্মীনি তাহমিনা আক্তার, রেজাউল করীম সবুজ প্রমুখ। এ সময় অমন্ত্রিত অতিথিরা দেশীয় তৈরি পিঠা দেখে মুগ্ধ হয়।






Shares