নবীনগরে গা ঢাকা দিয়েছে মাদক ব্যবসায়ীরা
মিঠু সূত্রধর পলাশ,নবীনগর থেকে: : আইনশৃঙ্খলা বাহিনীর চলমান মাদকবিরোধী অভিযানে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সংশ্লিষ্ট অনেক মাদক ব্যবসায়ী গাঢাকা দিয়েছেন। যার কারনে মাদক বেচা কেনার পয়েন্ট গুলিতে অভিযান চালিয়েও পুলিশ কোনো মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করতে পারছেনা। মাঝে-মধ্যে দু-একটা ছিচকে মাদক বিক্রেতা ২০-৫০ পিছ ইয়াবা টেবলেট সহ ধরা পরলেও প্রকৃত মাদক ব্যবসায়ীরা থকেন ধরা ছোয়ার বাইরে।
খোঁজ নিয়ে জানা যায়, যেসব ছিচকে মাদক ব্যবসায়ী মাদক সহ আটক হয় তাদের অধিকাংশই মাদক সেবি। তারা নিজেদের নেশার উপাদান যোগার করতেই ছোটখাট মাদক ব্যবসার সাথে জরিত হয়।
দেখা যায়, গত দু বছরে মাদকের যে সকল বড় বড় চালান ধরা হয়েছে এবং তাদের সাথে আটক কৃতরা কেউ এ এলাকার নয়। ব্রাহ্মনবাড়িয়ার নবীনগর উপজেলাটি পাশ্বর্তী দেশ ভারতের সিমানা বর্তী এলাকার কাছাকাছি হওয়ায় উপজেলার শিবপুরের রাধিকা সড়কটি মাদক ব্যবসায়ীদের সবচাইতে বড় যোগাযোগ মাধ্যম হয়ে উঠেছে। এ রাস্তা দিয়েই রাজধানি সহ দেশের বিভিন্ন জেলা উপজেলা গুলিতে মাদকের যোগান মিলে।
স্থানীয়রা জানায়,আইনশংখলা বাহিনীর চলমান অভিযানে আনেকেই নবীনগর থেকে অন্যত্র গিয়ে আত্মগোপন করেছেন। উপজেলার শিবপুর-কনিকারা ও সোহাতা-রছুল্লাবাদের সড়কটিতে প্রশাসনের কঠোর নজরদারি থাকলে এ এলাকাসহ দেশের বিভিন্ন জেলায় মাদকের বিস্তার অনেকটাই কমে যাবে।
নবীনগর থানা ইন্সপেক্টর (তদন্ত) মো. রাজু আহামে জানান,আমাদের মাদক বিরোধী অভিযান অব্যহত আছে। উপজেলার মাদক ব্যবসায়ীদের একটি লিষ্ট আমাদের হাতে আছে। ইতিমধ্যেই আমরা কিছু মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার করেছি,বাকিদের গ্রেপ্তার করতে আমাদের অভিযান অব্যাহত আছে।