নবীনগরে গাঁজাসহ মা-মেয়েকে আটক



মিঠু সূত্রধর পলাশ : নবীনগরে দুই বস্তায় ৮ কেজি গাজাসহ মা-মেয়েকে আটক করেছে পুলিশ। উপজেলার বীরগাঁও ইউনিয়নের আব্দুল আজিজ মার্কেটের সামনের মাঠ থেকে সোমবার (২৪ মার্চ) দুপুরে তাদের গ্রেপ্তার করা হয়।
আটককৃতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানার ভবানীপুর গ্রামের সাগর বাদশার স্ত্রী মোছা. আঙ্গুরা বেগম (৪৭) ও তার মেয়ে রাহিমা বেগম (২৭)।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযানে দুটি বস্তায় ৮ কেজি গাঁজাসহ ওই দুই নারীকে আটক করা হয়েছে।
জিজ্ঞাসাবাদে জানা যায় তারা সম্পর্কে মা-মেয়ে। তাদের একজনের নামে পূর্বেও মাদক মামলা রয়েছে। মাদক আইনে নিয়মিত মামলায় তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে।
« যারা আওয়ামী লীগের পুনর্বাসন চাইবে তাদেরকে শত্রু বলে গণ্য করা হবে. কসবায় হাসনাত আবদুল্লাহ (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) নবীনগরে নজরুল ইসলামের মতবিনিময় ও ইফতার মাহফিল »