Main Menu

নবীনগরে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে:: মাদকের বিরুদ্ধে জনগনকে আরো সোচ্চার হওয়ার আহবান জানিয়েছেন জেলা পুলিশ সুপার

+100%-

20151121_133243মোঃআমিনুল ইসলাম:: নবীনগর থানা পুলিশ ও নবীনগর কমিউনিটি পুলিশ ফোরাম এর উদ্যেগে নবীনগর থানা প্রাঙ্গণে ওপেন হাউজ ডে আইন শৃঙ্খলা মতবিনিময় সভা নবীনগর অফিসার ইনচার্জ মোঃইমতিয়াজ আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাক্ষণবাড়ীয়া পুলিশ সুপার মোঃমিজানুর রহমান পিপি এম,বিশেষ অতিথি হিসেবে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার এম,এ মাসুদ,,উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম,উপজেলা নির্বাহী অফিসার মোঃআজিজুর ইসলাম,ভাইস চেয়ারম্যান মোশারফ হোসেন,পৌরসভায় মেয়র মাঈন উদ্দীন,উপজেলা কমিনিটি পুলিশ ফোরাম এর সভাপতি জহির উদ্দীন চৌধুরী,কমিউনিটি পুলিশ ফোরাম এর সাধারন সম্পাদক ফারুক আহমেদসহ স্থানীয় চেয়ারম্যান,মেম্বার,কমিউনিটি পুলিশ ফোরামের সদস্য,সাংবাদিক,গন্যমান্য ব্যাক্তিবর্গ,রাজনৈতিক ব্যাক্তিবর্গ,গ্রাম পুলিশ,বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিল।
20151121_112817
উক্ত সভায় প্রধান অতিথি পুলিশ সুপার মোঃমিজানুর রহমান বলেন-মাদকের বিরুদ্ধে জনগনকে আরো সোচ্চার হওয়ার আহবান জানান।তিনি প্রকাশ্যে মাদক ব্যবসায়ীদের নাম প্রকাশ করে জনগনকে মাদক বিরোধী কার্যক্রমের সক্রিয় ভূমিকা রেখে পুলিশকে সহায়তা করার আহবান জানান এবং নির্যাতিত নারীদের সকল প্রকার আইনী সহায়তার জন্য উইমেনস্ সাপোর্ট সেন্টার এর মাধ্যমে কার্যকরী ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রদান করেন।সকল প্রকার আইন শৃঙ্খলা বিষয়ে স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের সাথে খোলামেলা আলোচনা করেন।পরে নবীনগরে ৪টি মাদক সম্রাটের বাড়িতে অভিযান চালায়।এতে আইনক্রীম পাইপ থেকে বাংলামদ উদ্ধার করে সেগুলোকে নষ্ট করা হয়।অপরদিকে লিটন নামে আরেক মাদক সেবীকে হাতেনাতে গেফতার করা হয়।






Shares