নবীনগরে উন্নয়ন মেলার শুরু
নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গতকাল বৃহসপতিবার নবীনগর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ৫০টি স্টল নিয়ে তিনদিন ব্যাপী উন্নয়ন মেলা শুরু হয়েছে। সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে সরকারের বিভিন্ন উন্ন্য়ন চিত্রের ব্যানার ফেস্টুন নিয়ে সকল শ্রেনী পেশার মানুষের অংশগ্রহনে এক বনাঢ্য র্যালী শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিন করে।
মেলা মাঠে আগত দর্শনার্থীরা মেলা মঞ্চে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনী ভাষন শুনেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহীন তানভীর গাজী’র সভাপতিত্বে মেলার স্টল পরিদর্শন শেষে উন্নয়ন আলোচনায় অংশ নেন উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সফিকুল ইসলাম, মেয়র মো: মাঈন উদ্দিন মাইনু,জেলা পরিষদ সদস্য বোরহান উদ্দিন আহম্মদ, ভাইস চেয়ারম্যান মোশারফ হোসেন সরকার, ভাইস চেয়ারম্যান মহিলা মোছেনা বেগম, আ’লীগ নেতা সুজিত কুমার দেব, জহির উদ্দিন চৌধুরী শাহান,মো. জসিম উদ্দিন, জহির উদ্দিন সিদ্দিক টিটু, প্রধান শিক্ষক আবু মোছা, কাউছার বেগম, অফিসার ইনচার্জ(তদন্ত) মো: রাজু আহাম্মেদ, সাংবাদিক মাহাবুব আলম লিটন, যুবলীগ সভাপতি সামস্ আলম,ছাত্রলীগ সভাপতি আব্দুল আল রুমান,সাধারণ সম্পাদক আব্দুল আল মামুন,মোজাম্মেল হক লিমন,নাজমুল হাসান জেমস প্রমুখ।