নবীনগরে ইউএনও শামীমের বদলির প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন
মিঠু সূত্রধর পলাশ : নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর ফরহাদ শামীমের বদলির প্রতিবাদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের মধ্যে উপজেলার সর্বস্তরের শিক্ষার্থী ও সাধারণ ছাত্রজনতার উদ্যোগে নবীনগর প্রেসক্লাব চত্বরে মানববন্ধন শেষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ।
শুক্রবার সকাল দুপুর ১২ টায় নবীনগর প্রেসক্লাবের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের সাথে বিভিন্ন পেশার লোকজন মানববন্ধনে অংশ গ্রহণ করেন।
মানববন্ধন শেষে প্রেসক্লাবে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, নবীনগরের উন্নয়ন ও শান্তি বজায় রাখতে তানভীর ফরহাদ শামীমের মতো একজন দক্ষ ও মানবিক কর্মকর্তার প্রয়োজন।
তার সুদৃঢ় চিন্তা-চেতনায় নবীনগর এগিয়ে চলছে সুশৃঙ্খলভাবে। তিনি দায়িত্বে থাকা অবস্থায় এই উপজেলায় কোনো অপ্রীতিকর ঘটনার সৃষ্টি হয়নি এবং সাধারণ মানুষ থেকে শিক্ষার্থীদের সকল দাবি তিনি আন্তরিকতার সাথে সমাধান করেছেন।
বক্তারা আরও বলেন, বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের সময় তিনি শিক্ষার্থীদের পাশে সার্বক্ষণিক ছিলেন। আন্দোলনে আহতদের অর্থ সহায়তা প্রদান করেছেন এবং হাসপাতালে গিয়ে তাদের খোঁজ খবর নিয়েছেন। আন্দোলনের পর যে সব ছাত্র ট্রাফিক কন্ট্রোলের কাজ করেছে, তাদেরকে উপজেলা প্রশাসন থেকে আপ্যায়নের ব্যবস্থা করেছেন।
সাংবাদিক সম্মেলনে বক্তারা সরকারের প্রতি দাবি জানিয়ে বলেন, ইউএনও তানভীর ফরহাদ শামীমের বদলির আদেশ অবিলম্বে বাতিল করা হোক এবং তাকে পুনরায় বহাল করা হোক। নতুবা আরও কঠিন কর্মসূচি দেওয়া হবে।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, অথৈ, সাইফুল, জান্নাতুল সাফি, মারুফুল ইসলাম মুন্না, আফরোজা জাহান আঁখি, মাহির প্রমুখ।