নবীনগরকে সবুজ ও পরিচ্ছন্ন নগরী হিসাবে গড়ে তুলা হবে….স্বপ্ন
মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরকে সবুজ ও পরিচ্ছন্ন নগরী হিসাবে গড়ে তুলা প্রত্যায় নিয়ে “ছোট কাজকে বড় গুরুত্ব দিয়ে করাই আমাদের কাজ” এই শ্লোগানকে সামনে রেখে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে একটি বাসযোগ্য নগরী প্রতিষ্ঠার লক্ষে ‘স্বপ্ন’ (সবুজ ও পরিচ্ছন্ন নবীনগর) নামে একটি সামাজিক সংগঠনের আত্মপ্রকাশ ঘটে।
মঙ্গলবার (০৭/০৮) সন্ধ্যায় সমবায় সুপার মার্কেট দোতলায় অস্থায়ী কার্যালয়ে সংগঠনটির আনুষ্ঠানিক যাত্রার শুভ উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম। সংগঠনের সভাপতি ডাঃ সায়েমুল হুদা এতে সভাপতিত্ব করেন। সংগঠনের সাধারণ সম্পাদক মোকাদ্দেস হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভ’মি) জেপি দেওয়ান, অফিসার ইনচার্জ আসলাম সিকদার,সমাজসেবা কর্মকর্তা সিফাত বিন সাদেক, প্রসক্লাব সেক্রেটারী আসাদুজ্জামান কল্লোল,সাংবাদিক খান জাহান আলী,সাংস্কুতিক কর্মী জাকির হোসেন,রবিন সাইফ প্রমূখ।