Main Menu

ডিজিটাল আইনে মামলা

ধর্ম নিয়ে ফেসবুকে কটুক্তির অভিযোগে নবীনগরে সঞ্জিত বর্মন গ্রেপ্তার

+100%-

নবীনগর  প্রতিনিধি::  ইসলাম ধর্ম নিয়ে ফেসবুকে কটুক্তি করার অভিযোগে সঞ্জিত বর্মন (১৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা সদরে গতকাল শনিবার (২০/১০/১৮) এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসি সূত্রে জানা গেছে, উপজেলা সদরের বর্মন পাড়ার বাসিন্দা ও স্থানীয় বাজারের এক দোকান কর্মচারী সঞ্জিত বর্মন তার Dsp Sonjit নামের ফেসবুকের ওয়ালে শুক্রবার রাতে ইসলাম ধর্ম নিয়ে একটি অবমাননাকর (কটুক্তি) পোস্ট দেয়। এতে ইসলাম ধর্মের অনুসারীদের মাঝে উত্তেজনা দেখা দেয়। এ ঘটনার পর সঞ্জিতকে হন্যে হয়ে খুঁজতে থাকে কয়েকজন যুবক। পরে এক পর্যায়ে শনিবার সকাল সাড়ে দশটার দিকে বাজার থেকে তাকে খুঁজে বের করে গণধোলাই দেয়ার সময় মাওলানা মেহেদী নামের স্থানীয় এক রাজনৈতিক নেতা সঞ্জিতকে উদ্ধার করে পুলিশে সোপর্দ করে।
ইসলামী ঐক্যজোটের নেতা মাওলানা মেহেদী হাসান বলেন,‘ধৃত সঞ্জিত কম লেখাপড়া জানা একজন দোকান কর্মচারী। সে ইসলাম ধর্ম নিয়ে এমন ‘জঘন্য লেখা’ কিভাবে ফেসবুকে লিখলো, এটি ভাববার বিষয়। এর পেছনে অন্য কেউ জড়িত আছে কিনা সেটি পুলিশকে খুঁজে বের করার আমরা অনুরোধ জানিয়েছি।’
নবীনগর থানার ইন্সপেক্টর (তদন্ত) রাজু আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,‘সঞ্জিতকে গ্রেপ্তার করা হয়েছে। সে এখন পুলিশের হেফাজতে রয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা নেয়া হচ্ছে।’






Shares