দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে নবীনগরে জাতীয় শোক দিবস পালিত
মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান -এর ৪৫তম শাহাদত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস পালন উপলক্ষে আলোচনা সভা,দোয়া মাহ্ফিল, পুরস্কার বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।
শনিবার (১৫/০৮) সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধানিবেদন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ মোহাম্মদ এবাদুল করিম বুলবুল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম- এর সভাপতিত্বে বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ হালিম, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মনির, পৌরসভার মেয়র অ্যাডভোকেট শিব শংকর দাস,অতিরিক্ত পুলিশ সুপার নবীনগর সার্কেল মুকবুল হোসেন,সহকারী কমিশনার (ভূমি)ইকবাল হাসান,অধ্যাপক শ্যামা প্রসাদ ভট্টাচার্য, ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক,মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি রহমান,অফিসার ইনর্চাজ প্রভাষ চন্দ্রধর, মুক্তিযোদ্ধা সামছুল আলম,প্রেসক্লাব সভাপতি মাহাবুব আলম লিটন,সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কল্লোল প্রমূখ।
অপরদিকে স্থানীয় মহিলা কলেজ মিলনায়তনে উপজেলা আওয়ামীলীগ আয়োজিত আলোচনা সভায় স্থানীয় সংসদ এবাদুল করিম বুলবুল প্রধান অতিথি হিসেবে যোগ দেন। উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট সুজিত কুমার দেব এতে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ হালিম। উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নাসির উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন,দলীয় উপজেলা চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান, পৌরসভার মেয়র- কাউন্সিলর, স্থানীয় আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ ইউনিয়ন পর্যায় থেকে আগত স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।