Main Menu

ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে নবীনগরে গাছের ডাল ভেঙ্গে পড়ে বৃদ্ধা নিহত

+100%-

ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গাছের ডাল ভেঙ্গে পড়ে রহিমা বেগম(৬৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছে। সকালে নবীনগর-কোম্পানিগঞ্জ সড়কের গড়ের পাড় এলা্কায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরো ২ জন আহত হয়েছেন।তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, সকালে রহিমা নবীনগর উপজেলা সদরে আসার জন্য প্রতিবেশী শরীফ উদ্দিন, সখিনা থাতুনকে সাথে নিয়ে বের হন। রাস্তার পাশে দাঁড়িয়ে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন তিনি। তখন সড়ক ও জনপথের একটি গাছের ডাল ভেঙ্গে পড় তার মাথায় পড়লে ঘটনাস্থলেই মারা যান রহিমা। এ সময় তার সাথে থাকা দুজন আহত হন। স্থানীয়রা তাদেরতে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে গতরাত খেকে বৃষ্টি হওয়ায় ভিজে ওজন বেড়ে যাওয়ায় সড়ক ও জনপথের ওই মরা গাছের ডালটি ভেঙ্গে পড়ে বলে জানিয়েছে স্থানীয়রা।

খবর পেয়ে স্থানীয় পৌর মেয়র এড শিব শংকর দাশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল ছিদ্দিক ঘটনাস্থল পরিদর্শন করে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতের পরিবারকে ২০ হাজার টাকা নগদ অনুদান প্রদান করেন।






Shares