অনিয়ম দুর্নীতির অভিযোগে নবীনগরে পৌর মেয়রের বিরুদ্ধে তদন্ত শুরু
নবীনগর প্রতিনিধি : নানা অনিয়ম ও দুর্নীতি অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভার পৌর মেয়র মো: মাঈন উদ্দিনের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে স্থানীয় সরকার মন্ত্রনালয়।
গত মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম বিভাগের পরিচালক দীপক চক্রবর্তী এই তদন্ত কাজ শুরু করেন। এ সময় তদন্ত কর্মকর্তার মুখ-মুখি হোন অভিযুক্ত পৌর মেয়র মাঈন উদ্দিন আহাম্মেদ।
পরে স্থানিয় সাংবাদিকরা তদন্ত কর্মকর্তার সাথে কথা বলতে চাইলে তিনি বলেন, তদন্ত শেষ না হওয়ার আগে এ বিষয়ে কিছুই বলা যাবে না।
তদন্ত কার্যক্রম চলাকালে এসময় উপস্থিত ছিলেন,উপজেলা চেয়াম্যান ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম,ভাইস চেয়াম্যান মোশারফ হোসেন সরকার,উপজেলা নির্বাহী অফিসার সালেহীন তানভীর গাজী,ওসি মো: আসলাম সিকদার,ওসি(তদন্ত) মো: নাজির আহাম্মেদ,সহ পৌরসভার এই দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ করা পৌর সভার ওর্য়াড ক্রাউন্সিলরা উপস্থিত ছিলেন।সকাল ১১টা থেকে বিকেল ৪ টা পুর্যন্ত পৌরসভার বিভিন্ন কাগজ পত্র দেখেন এবং প্রকল্প এলাকা গুলি সরজমিনে ঘুরে দেখেন।
উল্লেখ্য, তদন্ত কর্মকর্তা নবীনগরে আসার পর স্থানিয় আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগের নেতা কর্মীরা মেয়রের দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল প্রর্দশন করেন।