নবীনগরে বৃদ্ধ ফিরে পেয়েছেন তার প্রাণ ও পরিবার
৯৯৯ এ মানুষের আস্থা বেড়েছে
মিঠু সূত্রধর পলাশ নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার জেলার অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল)মো. মেহেদী হাসান বৃহস্পতিবার সকাল ১২টায় নবীনগর থানা প্রাঙ্গণে জরুরি এক সংবাদ সম্মেলনে জনান নাগরিকের জরুরি যেকোনো প্রয়োজনে মোবাইল ফোন থেকে ৯৯৯ এ বিনা পয়সায় ফোন করলেই ২৪ ঘন্টাই সেবা প্রদান করছে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ।
তারই ধারাবাহিকতায় ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানা পুলিশ বুধবার(০৮/০১)রাত জরুরী সেবা ৯৯৯ এর মাধ্যমে সংবাদ পায় ,নবীনগর পৌরএলাকার ভোলাচং বাজার সংলগ্ন রাস্তার পার্শ্বে অজ্ঞাত একজন অতিবৃদ্ধ লোক অচেতন অবস্থায় বালুর মধ্যে পরে থাকতে দেখে। উক্ত সংবাদের প্রেক্ষিতে কয়েক মিনিটের মধ্যে অত্র থানায় কর্মরত এএসআই মো. হারুন অর রশিদ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে উপস্থিত হইয়া বৃদ্ধ লোককে উদ্ধার পূর্বক নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়া ভর্তি করেন। পরে তাহার আত্মীয় স্বজনকে খোঁজে বাহির করে তাহার পরিচয় নিশ্চিত করে জানা যায় তাহার নাম চিসতিয়া (৭০) পিতা-মৃত নুরু মিয়া, সাং-ভিটিবিশারা, থানা-নবীনগর, জেলা-ব্রাহ্মণবাড়িয়া। চিকিৎসা শেষে তিনি সুস্থ্য হইলে তাহার মেয়ে জোছনা বেগম এর নিকট তাহাকে বুঝাইয়া দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলন ইন্সেপেক্টর তদন্ত মো. রুহুল আমিন,নবীনগর প্রেসক্লাবের সভাপতি মাহামুবব আলম লিটন,সাংবাদিক গৌররাঙ্গ দেবনাথ অপু, জালাল উদ্দিন মনির,মিঠু সূত্রধর পলাশ প্রমুখ।