Main Menu

সাংসদের উপস্থিতিতে নবীনগরের দুই গ্রামের দুপক্ষের বিরোধের মিমাংসা

+100%-

htgডেস্ক ২৪:: নবীনগর পুর্ব ইউনিয়নের মোহল্লা গ্রামে গত বছরের শেষের দিকে (২৫ ডিসেম্বর ২০১৫) দু পক্ষের মধ্যকার সংঘর্ষে গোলাম কবির নামে এক ব্যক্তি নিহত হন। পরবর্তীতে এ ঘটনায় হাজী মোঃ ইব্রাহীম বাদী হয়ে নবীনগর থানায় একটি খুন মামলা দায়ের করেন। সংঘর্ষ, খুন, মামলা ,আটক এরপরেও গ্রামে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। খুনের ঘটনার পর থেকেই মোহল্লা গ্রামে দুইটি পক্ষের মধ্যে প্রায়ই সংঘর্ষে লিপ্ত হবার আশংকা দেখা দিত। একাদিকবার উভয় পক্ষ মুখোমুখি অবস্থান নিলেও তা সংঘর্ষ পর্যন্ত পৌছায়নি। সম্প্রতি খুনের মামলার আসামীরা সহ আসামী পক্ষের লোকজন বিজ্ঞ আদালত কর্তৃক জামিন প্রাপ্ত হয়ে ও  গ্রামে উঠতে না পারায় তাদের মনে ক্ষোভ কাজ করছে। এ নিয়ে উভয়পক্ষ যখন আবারো সংঘর্ষে লিপ্ত হবার পায়তারা চালাচ্ছিল তখন নবীনগরের সাংসদ ফয়জুর রহমান বাদল মোহল্লা গ্রামের দুই পক্ষের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থানের লক্ষে গ্রামবাসীকে সভায় মিলিত হবার নির্দেশ দেন। এ উপলক্ষে আজ (৮/৪) ওই গ্রামে একটি শান্তি সভা অনুষ্ঠিত হয়।

13872832_1056661541047680_582489747496539295_n

উক্ত সভায় ব্রাহ্মণবাড়িয়া-০৫ আসনের মাননীয় সংসদ সদস্য ফয়জুর রহমান বাদল (এমপি) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উভয় পক্ষকে আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে শান্তিপূর্ণ সহাবস্থানের আহবান জানান।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ আজিজুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মোশারফ হোসেন সরকার, নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইমতিয়াজ আহমেদ পিপিএম, পৌর আওয়ামীলীগ সভাপতি জনাব বোরহান উদ্দিন নসু ও নবীনগর পূর্ব ইউপি চেয়ারম্যান মৌসুমী বারী।






Shares