নবীনগরে যৌতুক বিরোধী সমাবেশ ও কোরআন বিতরণী অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদকঃ ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার বিটঘর ইউনিয়নে বিটঘর গ্রামে (২০/০৯) বুধবার বিকাল ৪:৩০ঘটিকায় আল নূর কালচারাল সেন্টার বাংলাদেশের উদ্যোগে ও মরহুম শাহ্নূর ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় যৌতুক বিরোধী সমাবেশ ও কোরআন বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়,অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজী আবুল হোসেন চেয়ারম্যান, বিটঘর ইউ/পি, প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কাতারস্থ আল নূর কালচারাল সেন্টার এর নির্বাহী পরিচালক আলহাজ্ব মাওলানা ইউসুফ নূর।
প্রধান আলোচক ছিলেন, আলহাজ্ব হাফেজ মাওলানা মুহাম্মদ মুসা উস্তাজুল হুককাম, জামিয়া কুরআনিয়া আরাবিয়া লালবাগ ঢাকা। উদ্ভোধক আলহাজ্ব মাওলানা মেহেদী হাসান, চেয়ারম্যান মরহুম শাহনূর ফাউন্ডেশন।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন লিটন হোসেন (জিহাদ), সম্পাদক পথিক নিউজ ও পথিক টিভি HD, হাজী কবির হোসেন আহমেদ,সভাপতি টিয়ারা আয়েশা খাতুন উচ্চ বিদ্যালয়, আব্দুল কাইয়ুম,সাবেক চেয়ারম্যান আহমদ আলী খান, হাজী ফুল মিয়া, রফিকুল ইসলাম সেন্টু, রাবেয়া জাহান তিন্নি, ইংরেজী প্রভাষক, ব্রাহ্মণবাড়ীয়া পৌর কলেজ, জাকির হোসেন জিকু ব্যবস্থাপনা পরিচালক পথিক টিভি, আনছারুল হক ইমরান, সাধারণ সম্পাদক আল নূর কালচারাল সেন্টার, জহি্রুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক নবীনগর উপজেলা প্রেসক্লাব, সাংবাদিক মনির হোসেন সাংবাদিক মোঃ হেদায়েত উল্লাহ মাছুম মির্জা প্রমুখ।অালোচনা পর্ব শেষে মাদ্রাসার শিক্ষার্থী দের মাঝে কোরঅান বিতরণ করেন।
মাওলানা ইউসুফ নূর বলেন, যৌতুক সামাজিক ব্যাধি ও অভিশাপ। হিন্দুয়ানী সংস্কৃতি ও নারীর প্রতি অত্যাচার। যৌতুকের কারণে কন্যা সন্তানের বিয়ে দিতে মাতা-পিতা চোখে সর্ষেফুল দেখছে। ইসলামি শরীয়ত ও রাষ্ট্রীয় আইন এ অমানবিক প্রথার বিরুদ্ধে কঠোর। তবে যৌতুক প্রতিরোধে সর্ব প্রথম কন্যা ও তার অভিভাবককে সেচ্চার হতে হবে। গড়ে তুলতে হবে সামাজিক আন্দোলন। সকলে মিলে এ ঘৃণ্য প্রথাকে না বলতে হবে।