নবীনগরে ক্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকী পালিত
মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জ্যেষ্ঠ পুত্র,বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষে, উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলা চত্ত্বরে শেখ কামাল এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় নবীনগর উপজেলা প্রশাসন, নবীনগর থানা,আওয়ামীলীগ নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা সংসদ,স্থানীয় সাংবাদিকগনসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ পুষ্পস্তবক অর্পন করেন।
পরে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল সিদ্দিকের সভাপতিত্বে শেখ কামালের জীবনী বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার(ভূমি) মো. মোশারফ হোসাইন, ওসি (তদন্ত) সোহেল রানা, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক জহির উদ্দিন চৌধুরী,নবীনগর প্রেসক্লাব সভাপতি মো. জালাল উদ্দিন মনির,উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার শামসুল আলম সরকার, বীর মুক্তিযোদ্ধা আজহার হোসেন লালু,
অধ্যাপিকা নুরুননাহার,পুজা উদযাপন কমিটির সভাপতি অজন্ত কুমার ভদ্র,উপজেলা যুবলীগের সভাপতি সামস্ আলম,মানিক বিশ্বাস প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।