নবীনগরে ইউপি নির্বাচনে প্রার্থীদের মাঝে মনোনয়নপত্র বিতরন শুরু
আমিনুল ইসলাম//সারাদেশে ২২ মার্চ প্রথম ধাপের পর ৩১ শে মার্চ দ্বিতীয় ধাপে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে।ইতিমধ্যেই বিভিন্ন ইউনিয়ন থেকে মনোনয়ন নিতে উপজেলা কার্যালয়ে প্রার্থীরা উৎসবমুখর পরিবেশে ভীর জমাচ্ছে।নবীনগর উপজেলার ২১টি ইউনিয়নে এ নির্বাচন অনুষ্টিত হবে। এরই মাঝে ইউনিয়নগুলোতে চলছে উৎসবমুখর পরিবেশ।প্রত্যেকটি চায়ের দোকানে শুধু একটিই আলাপ এবার প্রথম হচ্ছে দলীয়ভাবে নির্বাচন।এখন শান্তিমত ভোট দিতে পারলেই হয়।
দলীয় প্রার্থী চ’ড়ান্ত করতে শনিবার দুপুর থেকে প্রার্থীদের মাঝে মনোনয়ন পত্র বিতরন শুরু করেছে উপজেলা আওয়ামীলীগ।দলীয় নেতৃবৃন্দর উপস্থিতিতে প্রথম দিনেই মনোনয়ন নিতে বেশসাড়া পড়েছে।প্রথম দিনে ৩২ জন
প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।আগামী ২৩ তারিখ পর্যন্ত মনোনয়নপত্র দেবে সংগঠনটি। এদিকে নির্বাচন কমিশনেও প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা।
মনোনয়ন বিতরন অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম,জেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এডভোকেট শিব শংকর দাস,উপজেলা আওয়ামীলীগে যুগ্ম সাধারন সম্পাদক জহির উদ্দীন চৌধুরী শাহন,জেলা ও উপজেলার আওয়ামীলীগের সদস্য মোঃজসিম উদ্দীন,সাবেক চেয়ারম্যান আবু জামাল প্রমুখ ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিথ ছিলেন।
মনোনয়ন নিতে আসা বীরগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃআফজাল হোসেন বলেন-আমি দীর্ঘ দিন যাবত দলের সাথে অঙ্গাঅঙ্গী ভাবে জড়িত।আমি শতভাগ আশাবাদী দল থেকে আমাকে মনোনয়ন দিবে।আমার দীর্ঘ দিনের আশা বীরগাঁও ইউনিয়নকে একটি আধুনিক মডেল হিসেবে গড়ে তুলবো।তাছাড়াও দলের জন্য যে পরিশ্রম করি এবং বিভিন্ন কর্মকান্ডে যে অবধান রেখেছি তা অতুলনীয়।তাছাড়াও যারা প্রার্থী হয়েছেন তাদের মধ্যে সবার চেয়ে ভালো অবস্থা আমার।আর সবার চেয়ে বেশি গনসংযোগ করেছি আমি।উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এম,এ,হালিম ভাই আমাকে আসক্ত করেছেন।তিনি বলেন জনগনের সমর্থন যার দিকে তাকেই মনোনয়ন দেওয়া দেবেন।কারন এটা সংসদ সদস্য ফয়জুর রহমান বাদলের নির্দেশ।
অন্যদিকে বড়াইল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃজাকির হোসেন জানান,আমি পরপর দুই বার ইউপি নির্বাচনে অংশগ্রহন করেছি কিন্তু সামান্য ভোটের ব্যবধানে নির্বাচনে পরাজিত হয়।কিন্তু এটাই আমার শেষ নির্বাচন ইউপি সভাপতি হওয়ার পর থেকে রোদ-বৃষ্টি থেকে শুরু করে সকাল থেকে সন্ধা পর্যন্ত সমাজের গরীব দুঃখীদের মাঝে সবসময় রয়েছি।আমি শতভাগ আশাবাদি দল থেকে আমাকে মনোনয়ন দেবে।
অপর দিকে নবীনগর উপজেলার আওয়ামীলীগের শিক্ষাবিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান নান্নু (মাস্টার)বলেন বড়াইল ইউপি নির্বাচনে আমি এই প্রথম দলীয়ভাবে অংশগ্রহন করছি।মনোনয়ন ফরম হাতে পেয়ে অনেকটা আনন্দ অনুভব করতেছি।এখন দলীয় মনোনয়ন পাবার ব্যাপারে আমি আশাবাদি কারন জেলা উপজেলা ও ইউনিয়নে আমি দলের সাথে সবসময় জড়িত রয়েছি।সমাজের উন্নয়নের সার্থে ও শিক্ষাখাতকে উন্নত করার জন্য আমার চেষ্টা অব্যহতি থাকবে।
উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃশফিকুল ইসলাম জানান,১৩ ফ্রেবুয়ারী থেকে ২৩ ই ফ্রেবুয়ারী পর্যন্ত দলীয় মনোনয়ন ফরম বিতরন করা হবে।তারপর দলীয় কার্যালয়ে বর্ধিত সভায় সিদ্ধান্ত গ্রহন করা হবে।