মন্ত্রীর এপিএসের নাম ভাঙ্গিয়ে টাকা আত্মসাতের অভিযোগে
নবীনগরের এলজিইডি অফিসের কর্মচারী জাকির হোসেন গ্রেপ্তার
নবীনগর প্রতিনিধি: আইনমন্ত্রীর সহকারি একান্ত সচিবের নাম ভাঙ্গিয়ে চাকুরী দেয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রায় সাত লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে নবীনগর এলজিইডি অফিসের নৈশ প্রহরী মো: জাকির হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আমেনা আক্তার নামের এক নারীর দায়ের করা মামলায় আখাউড়ার পুলিশ তাকে গতকাল রাতে গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া জাকিরের বাড়ি আখাউড়ার রাজমঙ্গলপুর গ্রামে। তাকে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে।
ঘটনার সত্যতা জানতে নবীনগর এলজিইডি অফিসের উপজেলা প্রকৌশলী নুরুল ইসলামকে ফোন করা হলে, তিনি জানান,”জাকির আমাদের অফিসের নৈশ প্রহরী। তাকে গ্রেপ্তার করা হয়েছে, এটুকু শুনেছি। কিন্তু কেন গ্রেপ্তার হয়েছে, সেটি জানিনা।”
তবে আখাউড়ার ওসি মোশাররফ হোসেন তরফদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “আইনমন্ত্রী মহোদয়ের সহকারি একান্ত সচিব রাশেদুল কাউছার ভূইয়ার নাম ভাঙ্গিয়ে চাকুরীর ভূয়া নিয়োগপত্র দিয়ে জাকির টাকা হাতিয়ে নেয় বলে এক নারী মামলা করেছেন। সেই মামলায় জাকিরকে গ্রেপ্তার করা হয়েছে।