আপনার ছবিকে আরও সুন্দর করে নিন Auto Photo Editor 3.5 দিয়ে
আপনি এমন কাউকে হয়তো খুজে পাবেন না যিনি নিজের সুন্দর ছবি তুলতে পছন্দ করেন না। সবাই নিজেকে নিজের ছবিতে সুন্দর দেখাতে চেষ্টা করেন। আপনার সেই প্রিয় ছবিটিকে আরও সুন্দর করে তোলার জন্য, যদি ফটোশপের বিকল্প একটি ছোট সফটওয়্যার দিয়ে তা করা যায়, তাহলে কেন এটিকে ব্যবহার করবেন না। তাই আপনাদের জন্য নিয়ে এলাম Auto Photo Editor 3.5 নামের ছোট একটি সফটওয়্যার মাত্র 1.43 MB যা এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন।
আপনি এখানে একটি rar ফাইল পাবেন, এটাকে Extract করলেই পেয়ে যাবেন Auto Photo Editor 3.5 setup.exe সেট আপ ফাইল। ইন্সটল করুন ও ইন্সটল শেষে Serial-Auto photo Editor3.5.txt থেকে সিরিয়াল কি ব্যবহার করে এটিকে ফুল ভার্সন করে নিন। ডেক্সটপ আইকন থেকে ডাবল ক্লিক করে Auto Photo Editor ওপেন করুন এবং ছবিকে যে ভাবে এডিট করবেন তা ধাপে ধাপে অনুসরণ করুন
১. Add Image থেকে যে ছবি এডিট করবেন তা সিলেক্ট করুন।
২. ডাবল ক্লিক করুন।
৩. Original Image দেখতে পাবেন।
৪. Filters Applied দেখতে পাবেন।
৫. Filter List এ টিক চিহ্ন দিন, দেখুন Filters Applied ছবির মান পরিবর্তন হচ্ছে। এভাবে যতটুকু প্রয়োজন এডিট করে নিন।
৬. Process Files এ ক্লিক করে JPG ফরম্যাট সিলেক্ট করে Folder অপশন এ ক্লিক করে কোথায় ছবিটিকে রাখাবেন তা দেখিয়ে দিন এবং Process Now ক্লিক করলেই ছবিটি আপডেট হয়ে Save হয়ে যাবে।
« টেস্ট করুন আপনার এলসিডি মনিটরের কালার (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) লিখিত দিচ্ছি যেঃ আপনাকে “সাধারণ জ্ঞান- আন্তর্জাতিক’” উপর আর কোন বাংলা বই কিনতে হবে না (কিছু মেগাবাইট »