টেস্ট করুন আপনার এলসিডি মনিটরের কালার
আজ আপনাদের সাথে শেয়ার করব এমন একটি ছোট্ট অথচ কাজের সফটওয়্যার যার মাধ্যমে আপনি আপনার এলসিডি মনিটরটির স্বাস্থ্য পরীক্ষা করতে পারবেন খুব সহজেই। এলসিডি মনিটর অনেক দিন ধরে ব্যবহার করা হলে এর স্ক্রীণে খুব ছোট ছোট রঙের ফুটো হয়ে যায় অর্থাৎ এই ফুটোগুলো কোন রঙ প্রদর্শন করতে পারে না, এই ফুটোগুলো খালি চোখে দেখা যায় না। যা আপনি এই সফটওয়্যারটির মাধ্যমে পরীক্ষা করতে পারবেন।
সফটওয়্যারটি নিচের লিঙ্ক হতে ডাউনলোড করে ওপেন করলে বিভিন্ন ধরনের বা রঙের টেস্ট দেখতে পারবেন। কীবোর্ড হতে ঐ টেস্ট কীটি চাপলেই ঐ কালারের টেস্ট করতে পারবেন। অটো টেস্ট করার জন্য সফটওয়্যারটি চালু করে F5 একবার চেপে Enter চাপুন। তাহলে আপনার মনিটরের অটো টেস্ট শুরু হয়ে যাবে। ভালো করে খেয়াল করে দেখুন কোন রঙের ছিদ্র (যেগুলো কোন রঙ দেখাচ্ছে না) দেখতে পাচ্ছেন কিনা?
« এবার কথা বলান ফায়ারফক্সকে দিয়ে (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) আপনার ছবিকে আরও সুন্দর করে নিন Auto Photo Editor 3.5 দিয়ে »