Main Menu

সীমান্তে গুলি বন্ধ হবে না: বিএসএফ প্রধান

+100%-

ডেস্ক রির্পোট : ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ’র প্রধান বলেছেন, বাংলাদেশ সীমান্তে তার বাহিনী গুলি চালানো বন্ধ করবে না। সীমান্তে অপরাধীদের থামাতে আমাদের ব্যবস্থা নিতেই হবে। যতক্ষণ ভারত-বাংলাদেশ সীমান্তে অপরাধমূলক কাজ হতে থাকবে, ততক্ষণ সেই অপরাধ আটকাতেই হবে বিএসএফকে, সেটাই বাহিনীর দায়িত্ব। মঙ্গলবার রাতে রেডিও বিবিসি’কে দেয়া সাক্ষাৎকারে বিএসএফ’র মহাপরিচালক ইউকে বানসাল বলেন, বাংলাদেশ সীমান্তে গুলি চালানো পুরোপুরি বন্ধ করা সম্ভব নয়। হাবিব নামে এক বাংলাদেশীকে বিএসএফ’র দক্ষিণবঙ্গ সীমান্ত অঞ্চলের আটজন সদস্য নগ্ন করে অমানুষিক অত্যাচার করে সম্প্রতি। অত্যাচারের ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। আর তার মধ্যেই ওই একই অঞ্চলে সন্দেহভাজন পাচারকারীদের আক্রমণে এক বিএসএফ সদস্য নিহত হলেন মঙ্গলবার। বিএসএফ বলছে, শনিবার রাতে বাংলাদেশের পশ্চিম সীমান্তবর্তী পশ্চিমবঙ্গ রাজ্যের স্বরূপনগর এলাকায় সীমান্ত পাহারা দেয়ার সময়ে গরু পাচারকারীর দল বিএসএফ সদস্যদের ওপর হামলা চালায়। আক্রমণের পরে বেশিরভাগ পাচারকারীই বাংলাদেশে পালিয়ে গেছেন। তবে তিনজন বাংলাদেশী নাগরিককে আমরা আটক করতে পেরেছি, যারা এখন পুলিশী হেফাজতে আছে।



(পরের সংবাদ) »



Shares