রোহিঙ্গাদের গণহত্যার প্রতিবাদে মক্কায় প্রতিবাদ সভা
প্রতিনিধি: পিচ এন্ড ডেবলপমেন্ট ফোরামের উদ্যোগে মায়ানমার সরকার কর্তৃক মুসলমান রোহিঙ্গাদের গনহত্যার প্রতিবাদে সৌদিআরবের মক্কা এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।বক্তাগণ- সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমরা বার্মা সরকার কতৃক মানবতাবিরোধী অপরাধের শিকার হচ্ছে উল্লখ্য করে বলেন, সাবেক জাতিসংঘের মহাসচিব কফি আনানের মিয়ানমার সফরের সময় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থা মিয়ানমার বিষয়ে বিরুপ মন্তব্য করেন। এদিকে মালেয়শিয়া ইন্দোনেশিয়ার দাবী সাথে একমত হয়ে নোবেল পুরুস্কারপ্রাপ্ত অংশান সুচীর পদক কেড়ে নেয়ার আহবান জানান। মুহাম্মদ জুনায়েদ এর পরিচালনায় ও মুহাম্মদ নুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সিআইপি খন্দকার এম এ হেলাল। প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন গ্লোবাল মাজিক সংবাদের চেয়ারম্যান মুহাম্মদ নাছের চৌধুরী।
সভায় আরও বক্তব্য রাখেন রাইটারস ফোসের আহ্বায়ক এম এ তাহের, বিশিষ্ট সমাজসেবক মুহাম্মদ দেলোয়ার হোসাইন,মুহামমদ নুরুল হক মুহামমদ কলিমুললাহ, যুবনেতা কামাল আহামমদ, আবুল কাসেম হারুন, শামসুল আলম গুড়া মিয়া, শাহ আলম হেলালী, মুহামমদ বেলাল উদ্দিন হেলালী, মুহিউদদিন চৌধুরী।
বক্তারা বাংলাদেশ সরকার মায়ানমার সরকারের প্রতি কুটনৈতিক চাপ প্রয়োগ করার জন্য প্রধানমনত্রী শেখ হাসিনার প্রতি আহবান জানিয়ে বলেন, স্বাধীনতার যুদ্ধের সময় বার্মার লোকেরা বাংলাদেশিদের আশ্রয় দিয়েছিল। রোহিঙ্গািরা বাংলাভাষী –বাংলাভাষী হিসাবেও তাদের রক্ষা করতে হবে-আরাকান মুসলিম চেতনার অংশ হিসাবে তারা সমগ্র মুসলিম উম্মার অংশ। মিয়ানমারের পশ্চিমাঞ্চলের রাখাইনে সেনাবাহিনীর ব্যাপক অভিযানের মুখে চলতি মাসে হাজার হাজার সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গা বাংলাদেশ সীমান্তে পাড়ি জমিয়েছে। রোহিঙ্গারা বলছেন, সেখানে নারীরা গণধর্ষণের শিকার হচ্ছেন। এ ছাড়া আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে নির্যাতন ও খুন হচ্ছেন তারা। বক্তরা আরও বলেন আরকান ঐতিহাসিক ভাবে চট্রগ্রামের অংশ-তাদের ভাষা ও চালচলন বাংলাদেশের সাথে মিল রয়েছে্-তাদের উপর নির্যাতন বন্ধ না করলে বিশ্বের সকল দেশকে মিয়াবমারকে ভয়কট ও অবরোধ করার আহবান জানান ।