বাহরাইনে প্রবাসীদের বিজয় দিবসের অনুষ্ঠানে পাকিস্তানির হামলা, হামলাকারী আটক
ডেস্ক ২৪:: বাহরাইনে প্রবাসী বাংলাদেশিদের আয়োজন করা বিজয় দিবসের অনুষ্ঠানে হামলা চালিয়েছে এক পাকিস্তানি নাগরিক। হামলায় আহত হয়েছেন ৩ জন।
সোমবার (১৯ ডিসেম্বর) বাইরাইনের সাহেদ কদম আল দুরাজি কোম্পানির লেবার ক্যাম্পে এ হামলার ঘটনা ঘটে।
জানা যায়, বাহরাইনে বসবাসরত প্রবাসী বাংলাদেশিসহ বিভিন্ন দেশের লোকজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে তখন প্রবাসী শিল্পীরা গান পরিবেশন করছিলেন। সবাই যখন গান উপভোগে ব্যস্ত, ঠিক তখনই পাশের একটি ভবন থেকে পাথর নিক্ষেপ করে পাকিস্তানি নাগরিক মোজাম্মেল। এতে অন্তত তিনজন আহত হন।
সাথে সাথে ঘটনাস্থলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে ক্লোজ সার্কিট ক্যামেরা দেখে হামলাকারীকে শনাক্ত করা হয় এবং গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয়া হয়।
এ ঘটনায় নিন্দা জানিয়ে হামলাকারী পাকিস্তানির শাস্তি দাবি করেছেন বাহরাইন প্রবাসী বাংলাদেশিরা।
« ময়মনসিংহের ভালুকায় ইসলামী ব্যাংকের ৩১৬তম শাখা উদ্বোধন (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) ব্রাহ্মণবাড়ীয়ার আদর্শ মহাবিদ্যালয় জাতীয়করণে কৃতজ্ঞতা »