Main Menu

টি-২০ বিশ্বকাপের টাইগার স্কোয়াড ঘোষণা

+100%-

031ডেস্ক ২৪::আগামী মার্চে ভারতে অনুষ্ঠিতব্য আইসিসি ওয়ার্ল্ড টি-২০ বিশ্বকাপের জন্য মাশরাফিকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। দলে জায়গা পেয়েছেন মোট ৫ জন পেসার।

বুধবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দল ঘোষণা করেন জাতীয় দলের প্রধান নির্বাচক ফারুক আহমেদ। বিশ্বকাপ দলে প্রথমবারের মতো অন্তর্ভুক্ত হয়েছেন নুরুল হাসান সোহান, আবু হায়দার রনি ও মো. মিথুন।

তবে দলে জায়গা পাননি উইকেটরক্ষক-ব্যাটসম্যান লিটন কুমার দাস। এছাড়া দল থেকে ছিটকে পড়েছেন মোসাদ্দেক হোসেন, শফিউল ইসলাম, মোহাম্মদ শহীদ,  আবুল হাসান রাজু ও আরিফুল হক।

আগামী ৮ মার্চ থেকে ভারতে শুরু হবে টি-২০ বিশ্বকাপের ষষ্ঠ আসর। চলবে এপ্রিলের ৩ তারিখ পর্যন্ত। এরআগে অবশ্য মাঠে গড়াবে এশিয়া কাপের ত্রয়োদশ আসর। ২৪ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে চলবে ৬ মার্চ পর্যন্ত।

বাংলাদেশ দল: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, সাব্বির রহমান,  মুস্তাফিজুর রহমান, আবু হায়দার রনি, আল-আমিন হোসেন, আরাফাত সানি, নুরুল হাসান সোহান, নাসির হোসেন, তাসকিন আহমেদ ও মোহাম্মদ মিঠুন আলী।

মূল দলের বাইরে আরো চার ক্রিকেটারকে স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে। তারা হলেন—ইমরুল কায়েস, শুভাগত হোম চৌধুরী, কামরুল ইসলাম রাব্বি ও মুক্তার আলী।






Shares