হর্ষ ভোগলে আইপিএলের ধারাভাষ্যকারদের তালিকা থেকে বাদ
মুম্বই: বিশ্বকাপ হোক বা আইপিএল ৷ বা অন্য যেকোনও ভারতের ম্যাচ ৷ ধারাভাষ্যকারদের তালিকায় হর্ষ ভোগলে থাকবেন না, এমনটা হয়তো কোনও ক্রিকেটপ্রেমীই আশা করেন না ৷ কোনওদিন আন্তর্জাতিক ক্রিকেট না খেললেও দেশের টিভি কমেন্ট্রিতে অত্যন্ত জনপ্রিয় ব্যক্তি হর্ষ ৷ কিন্তু তাঁকেই কি না হঠাৎ করে সরিয়ে দেওয়া হল আইপিএলের ধারাভাষ্যকারদের তালিকা থেকে ! এই ঘটনায় স্বভাবতই অবাক হর্ষ নিজেও ৷ কেন তাঁকে সরিয়ে দেওয়া হল, এবিষয় কিছুই জানেন না এই ভারতীয় ধারাভাষ্যকার ৷ তিনি বলেন, “আমাকে কেউ কিছু বলেনি। সরকারিভাবে সরিয়ে দেওয়ার কারণ জানানো হয়নি।” এব্যাপারে মুখে কুলুপ এঁটেছেন বোর্ড কর্তারাও ৷ তবে এক বিশেষ সূত্রে জানা গিয়েছে যে টি২০ বিশ্বকাপ চলাকালীন নাগপুরে ভারত–নিউজ়িল্যান্ড ম্যাচের দিন বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশনের এক কর্তার সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়েছিলেন, যিনি কী না আবার শশাঙ্ক মনোহরের ঘনিষ্ঠ। সেকারণেও হর্ষ ভোগলের আপাতত ‘ছুটি’ হতেই পারে ৷