Main Menu

শেষ পর্যন্ত ভারতের মাটিতে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ

+100%-

শেষ পর্যন্ত ভারতের মাটিতে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন সোমবার জানিয়েছেন, এ বছরই ভারতের মাটিতে টেস্ট খেলবে বাংলাদেশ দল।
বুধবার অনুষ্ঠেয় আইসিসি এক্সিকিউটিভ বোর্ড মিটিংয়ে যোগ দিতে দুবাইতে বিমানে ওঠার আগ মুহূর্তে পাপন বলেন, আসন্ন শীত মৌসুমেই ভারতে টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ এবং সম্ভবত কলকাতার ইডেন গার্ডেনে অনুষ্ঠিত হবে এ ম্যাচ। আইসিসি বৈঠকেই এ ব্যাপারে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সঙ্গে চুক্তি হতে পারে বলেও জানান তিনি।
বাংলাদেশ এখন পর্যন্ত ভারতের মাটিতে কোনো টেস্ট ম্যাচ খেলতে পারেনি। তবে টেস্ট ভেন্যু হিসাবে কোলকাতার দিকেই দৃষ্টি।

মেইল টুডে পত্রিকাকে পাপন বলেন, ‘এ বছরই আমরা ভারতে একটি টেস্ট খেলতে চেষ্টা করছি। একটি টেস্ট ম্যাচ খেলার মাধ্যমেই আমরা এটা শুরু করতে চাই। দুবাইতে আইসিসির সভায় তারিখ নির্ধারন করা হবে।’

তিনি আরো বলেন, ‘এ সভার জন্য বিসিসিআই এন শ্রীনিবাসনকে মনোনীত করেছে বলে আমি জানতে পেরেছি।’

২০০০ সাল থেকে ভারত-বাংলাদেশ এ পর্যন্ত সাতটি টেস্ট ম্যাচ খেলেছে-যার সব ক’টিই বাংলাদেশে অনুষ্ঠিত হয়।

আগামী বছরগুলোতে পাশের দেশ দুটোর মধ্যে ম্যাচ সংখ্যা আরো বাড়তে পারে বলে আভাস দেন পাপন। তিনি বলেন, ‘আমারা এ বছরই ভারত যাব- এ বিষয়েই আমরা আলোচনা করছি। এ ছাড়া ২০১৫ এবং ২০১৬ সালে আমরা পূর্ণাঙ্গ সিরিজ খেলব এবং এক বছর আমরা ভারত সফরে যাব ও পরের বছর ভারত বাংলাদেশ সফরে আসবে। আমরা ২০১৫ সাল নিয়েও আলোচনা করেছি। কিন্তু তাদের সূচি দেখে তাদের এখানে আসতে হবে। এ বিষয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং সম্ভবত আইসিসি বোর্ড সভার পর আমরা চুক্তি স্বাক্ষর করব।’

বাংলাদেশের প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের ছেলে পাপন জানান, কলকাতায় ম্যাচ খেলাকে প্রাধান্য দেবে বাংলাদেশ। তিনি জানান, ‘কলকাতা খুবই ভালো হবে কেননা খেলা দেখতে অনেক বাংলাদেশি সমর্থক সেখানে যেতে পারবে। আমরা এমন সিদ্ধান্ত নিয়েছি।’

বিসিবি প্রেসিডেন্ট পাপন জানান, এ বছর জুন মাসেই একটি ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে আসতে পারে ভারতীয় দল। তিনি বলেন, ‘তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে এ বছর জুনে বাংলাদেশে আসছে ভারতীয় দল। আপাতত জুন মাসেই এ সফর সূচি রয়েছে, চূড়ান্ত তারিখ এখনো নির্ধারিত হয়নি। দুবাইতে আমরা এ সূচির তারিখ চূড়ান্ত করব।’
আগামী ২৬ জুন ইংল্যান্ড সফর শুরু করবে ভারতীয় দল এবং তার আগেই বাংলাদেশে ওয়ানডে সিরিজ খেলতে পারে ভারত।

আর্থিক ও কাঠামোগত পরিবর্তন আসিসিতে প্রভাব ফেলতে পারে- তবে পাপন বলেন এ বিষয়ে চিন্তিত নয় বিসিবি। তিনি বলেন, ‘আমার কাছে এগুলো বড় কোনো ইস্যু নয়। সব কিছুর কার্যক্রম মূলত একই। কেবল নামের পরিবর্তন হয়েছে। আমার দৃষ্টিতে এখন নতুন যা হচ্ছে- আইসিসির একজন চেয়ারম্যান থাকবে। যা আগে ছিল না।’পাপন উল্লেখ করেন, ‘এগুলো নিয়ে আমরা খুব বেশি চিন্তাকরছি না। যে প্রস্তাবনা (পজিশন পেপার) উপস্থাপন করা হয়েছে তাতে আগের চেয়ে আমরা আরো বেশি কিছু পাব।’

একমাত্র পাকিস্তান ছাড়া সব দেশই এ পরিবর্তনকে সমর্থন জানিয়েছে।






Shares