Main Menu

টিআইবি’র বিবৃতি: টি-টোয়েন্টি বিশ্বকাপের নামে অর্থ আদায় অন্যায়

+100%-

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং লাখো কন্ঠে জাতীয় সঙ্গীত অনুষ্ঠানের জন্য অর্থমন্ত্রীর ১০০ কোটি টাকা চাঁদা তোলার সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, টিআইবি। সোমবার এক বিবৃতিতে অর্থের পরিমাণ, উৎস এবং খরচের পুরো হিসাবের দাবি করা হয়।

টিআইবির  নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, চাঁদা তোলার ব্যাপারে অর্থমন্ত্রীর ঘোষণা রাষ্ট্র পরিচালনায় নৈতিক অবক্ষয়ের দৃষ্টান্ত। অর্থমন্ত্রীর বক্তব্যে পেশাদার চাঁদাবাজরা উৎসাহিত হবে এবং চাঁদা দিতে বাধ্য ব্যবসায়ীরা ক্ষমতার সাথে যোগসাজসে দুর্নীতিপরায়ণ হয়ে উঠবে বলেও দাবি করা হয় এতে।






Shares