২০১৪ সালে বাংলাদেশে টি-টোয়েন্টি বিশ্বকাপে ১৬ দল
টেস্ট জগতের বাইরে থাকা আরও বেশি দেশকে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণের সুযোগ করে দিতে যাচ্ছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। ২০১৪ সাল থেকে ১২টি দেশের বদলে ১৬টি দেশ নিয়ে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সোমবার দুবাইয়ে এক সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন আইসিসির প্রধান নির্বাহী হারুন লরগাত।
২০১৪ সালে বাংলাদেশে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের পঞ্চম আসর। আইসিসির নতুন এই সিদ্ধান্ত বাস্তবায়ন হবে সেখানেই। টি-টোয়েন্টি বিশ্বকাপের চতুর্থ আসর অনুষ্ঠিত হবে এবছরেরই সেপ্টেম্বরে, শ্রীলঙ্কায়। তবে এবার যথারীতি ১২টি দল নিয়েই মাঠে গড়াবে ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণের এই বিশ্বকাপ। ২০০৭ সাল থেকে এখন পর্যন্ত তিনটি টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করেছে আইসিসি। ক্রিকেটের এই ছোট সংস্করণের বিগত আসরগুলোতে অংশ নিয়েছিল ১২টি দল। ১০টি টেস্ট খেলুড়ে দেশের বাইরে সুযোগ পেয়েছিল দুইটি করে দেশ। (রয়টার্স) |