নিউজিল্যান্ড- বাংলাদেশ সিরিজের পূর্ণ সূচি
দীর্ঘদিন পর আবার বিদেশের মাটিতে সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ। চলতি মাসের ২৬ তারিখে মাঠে গড়াবে সিরিজের প্রথম ম্যাচ। তার আগে অস্ট্রেলিয়াতে চলবে মাশরাফি- মুশফিকদের কন্ডিশনিং ক্যাম্প। নিউজিল্যান্ডের বিপক্ষে গত কয়েকটি সিরিজে দারুণ দাপট দেখিয়েছে বাংলাদেশ। কিন্তু তাদের মাটিতে তাদের বিপক্ষে খেলাটা সহজ নয়।
গত দুই বছরে ওয়ানডে ক্রিকেটের বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে অপ্রতিরোধ্য এক শক্তি হিসেবে। ফলে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ নিয়েই আশাটা বেশি। এ ছাড়া টি-টোয়েন্টিতেও থাকবে সমান আশা।
তবে টেস্ট সিরিজটা হতে পারে অনেক কঠিন। সেখানে বাংলাদেশের মূল লক্ষ্য থাকবে ইংলিশদের হারিয় যে ভালো ক্রিকেটের স্লোগানটা ছড়িয়ে দেয়া গেছে, সেটা ধরে রাখা।
সিরিজের পূর্ণ সূচি
ওয়ানডে: ২৬ ডিসেম্বর বাংলাদেশ সময় ভোর চারটা থেকে ক্রাইস্টচার্চে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম ওয়ানডে। একই সময়ে নেলসনে দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে যথাক্রমে ২৯ ও ৩১ তারিখে।
টি-টোয়েন্টি: ২০১৭ সালে নিজেদের প্রথম আন্তর্জাতিক ম্যাচে বাংলাদেশ ও নিউজিল্যান্ড মুখোমুখি হবে তিন জানুয়ারি। নেপিয়ারে বাংলাদেশ সময় দুপুর ১২টায় অনুষ্ঠিত হবে ম্যাচটি। মাউন্ট মঙ্গানুইতে বাংলাদেশ সময় সকাল আটটা থেকে অনুষ্ঠিত হবে দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি। ম্যাচ দুটি হবে ছয় ও আট জানুয়ারি।
টেস্ট: ১২ থেকে ১৬ জানুয়ারি ওয়েলিংটনে অনুষ্ঠিত হবে প্রথম টেস্ট। বাংলাদেশ সময় ভোর চারটা থেকে অনুষ্ঠিত হবে ম্যাচটি। ২০ থেকে ২৪ জানুয়ারি ক্রাইস্টচার্চে অনুষ্ঠিত হবে সিরিজের শেষ টেস্ট। এটি দেখতেও বাংলাদেশি সমর্থকদের ঘুম থেকে উঠতে হবে ভোর চারটায়।