জাতিসংঘে বক্তব্য দেবে স্কুলছাত্রী মনি বেগম
জাতিসংঘের ৭০তম অধিবেশনের শিশু অধিকার সম্মেলনে বক্তব্য দেবে দশম শ্রেণির ছাত্রী মনি বেগম। বাংলাদেশ থেকে একমাত্র শিক্ষার্থী হিসেবে এ সুযোগ পেল মৌলভীবাজারের কুলাউড়ার পৃথিমপাশা ইউনিয়নের সুলতানপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের এ শিক্ষার্থী। বেসরকারি সংস্থা সেভ দ্য চিলড্রেনের এভরিওয়ান ক্যাম্পেইনে সারা দেশের মধ্যে মনি নিজের মেধা ও যোগ্যতার মাধ্যমে প্রতিযোগিতায় উত্তীর্ণ হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হয়ে নিউইয়র্ক গেছেন মনি।
নিউইয়র্কে অনুষ্ঠেয় জাতিসংঘের এ অধিবেশনে জাতিসংঘের মহাসচিব বান কি মুন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৬০টি দেশের রাষ্ট্রপ্রধানরা উপস্থিত থাকবেন। অধিবেশনে মাতৃমৃত্যু, শিশুমৃত্যু ও বাল্যবিয়েসহ চারটি বিষয়ের ওপর আলোকপাত করবে কুলাউড়ার মনি।
জানা যায়, পৃথিমপাশা ইউনিয়নের ঘরগাঁও গ্রামের এক দরিদ্র দিনমজুর পরিবারে জন্ম এ মেধাবী শিক্ষার্থীর। কষ্টের সংসারে পঞ্চম শ্রেণিতে এ-প্লাস ও অষ্টম শ্রেণিতে ৪.৯৬ পেয়ে সে বর্তমানে সুলতানপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণিতে বাণিজ্যিক শাখায় পড়ছে। সে ঘরগাঁও গ্রামের মহরম আলী ও হাওয়া বেগম দম্পতির চার ছেলে-মেয়ের মধ্যে কনিষ্ঠ সন্তান।