Main Menu

৩০ মে পর্যন্ত বায়ো-মেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন করা যাবে

+100%-
biometrik simডেস্ক ২৪:: আগামী  ৩০ মে রাত ১২ টা পর্যন্ত বায়ো-মেট্রিক পদ্ধতিতে পুনরায় সিম নিবন্ধন করা যাবে। তবে ১ মে যেকোন সময়ের জন্য অনিবন্ধিত সিমগুলো তিন ঘণ্টা বন্ধ থাকবে।

শনিবার ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম এ ঘোষণা দেন।

এসময় তিনি আরো বলেন, ৩০ মে রাত ১২ টার পর থেকে নিবন্ধিত সিম ছাড়া সকল সিম বন্ধ হবে স্থায়ীভাবে। এ সিমগুলো পরবর্তী ১৫ মাসের জন্য বিক্রি করতে পারবে না কোন মোবাইল কোম্পানি।






Shares