Main Menu

মুক্তি একাত্তর: দিল্লি-ঢাকা যৌথ উদ্যোগে মেগা ডকু

+100%-

mukti-war-3নয়াদিল্লি : ১৯৭১ সালের ‘মুক্তিযুদ্ধ’ নিয়ে বাংলাদেশের সঙ্গে যৌথভাবে তথ্যচিত্র বানাবে ভারত৷ বুধবার তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফে এই কথা ঘোষণা করা হয়েছে৷ ২০২০-তে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী৷ তার আগেই এই ‘মেগা মুভি’ বানিয়ে ফেলা হবে বলে জানা গিয়েছে৷

mukti-war-2

বুধবার দিল্লিতে বৈঠকে বসেন ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেঙ্কাইয়া নাইডু ও বাংলাদেশের তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু৷ সেই বৈঠকেই হাসানুল হকের তরফে ১৯৭১-এর যুদ্ধ নিয়ে একটি তথ্যচিত্র বানানোর প্রস্তাব রাখা হয়৷ তাতে সম্মতি জানান বেঙ্কাইয়া নাইডু৷ ২০২০-তে বাংলাদেশের জাতির জনক শেখ মুজিবুর রহমানের শততম জন্মজয়ন্তী৷ তার আগেই প্রসার ভারতী ও বাংলাদেশ টিভি-র তরফে তথ্যচিত্রটি বানিয়ে ফেলা হবে বলে আশা প্রকাশ করা হয়েছে দুই দেশের তরফে৷ ২০২১ সালে বাংলাদেশের ৫০তম স্বাধীনতা দিবস৷ অর্থাৎ ১৯৭১-এর যুদ্ধেরও ৫০ বছর৷ তাই সেক্ষেত্রে এই তথ্যচিত্র দুই দেশের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে৷






Shares