Main Menu

পৌর নির্বাচনে যাচ্ছে ২০ দল: প্রার্থী থাকবে একক

+100%-

photo-1448556410_105284ডেস্ক ২৪::পৌর নির্বাচনে যাচ্ছে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। এ জন্য জোটভুক্ত দলগুলো প্রত্যেক নির্বাচনী এলাকায় একক প্রার্থী দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। আজ বৃহস্পতিবার রাতে ২০ দলের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকের দায়িত্বশীল একটি সূত্র এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছে।

আজ বৃহস্পতিবার রাত নয়টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। চলে রাত সাড়ে ১০টা পর্যন্ত। খালেদা জিয়ার সভাপতিত্বে ২০ দলের নেতারা বৈঠকে উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে বিএনপির মুখপাত্র আসাদুজ্জামান রিপন সাংবাদিকদের বলেন, এ বৈঠক ২০ দলীয় জোটের সৌজন্য সাক্ষাৎ। এখানে পৌর নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। তবে নির্বাচনে যাওয়া না যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে জোটের নেতারা খালেদা জিয়ার ওপর দায়িত্ব দিয়েছেন। নির্বাচনে যাওয়া না যাওয়ার সিদ্ধান্ত পরে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

আসাদুজ্জামান বলেন, জোটগতভাবে এ নির্বাচনে যাওয়ার সুযোগ আছে কি না, আর জোটভুক্ত দল বিএনপির প্রতীক ব্যবহার করবে কি না, তা নিয়ে আইনি ব্যাখ্যার দাবি রাখে।

বৈঠক সূত্র জানায়, পৌর নির্বাচনে প্রত্যেক পৌরসভায় ২০ দলের একক প্রার্থী থাকবে। কোনো দল থেকে প্রার্থী মনোনীত হলে বাকি জোটভুক্ত বাকি দলগুলো তাকে সমর্থন জানাবে। শরিক দলগুলো তাদের সম্ভাব্য প্রার্থীর তালিকা বিএনপির কাছে জমা দেবে।

বৈঠকে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মাওলানা আবদুল হালিম, জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি শফিউল আলম প্রধান, বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, ন্যাপের সভাপতি জেবেল রহমান গনি, কল্যাণ পার্টির মহাসচিব আমিনুর রহমানসহ ২০ দলীয় জোটের নেতারা উপস্থিত ছিলেন।






Shares