Main Menu

দেশে সময় মতই জাতীয় নির্বাচন হবে :: মালয়েশিয়ায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম।

+100%-

6862_1722332061319635_2618192983008712179_nএম আমজাদ চৌধুরী রুনু : ৩১ জানুয়ারি রোববার মালয়েশিয়া আওয়ামী লীগ কর্তৃক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিমকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। রোববার সন্ধ্যায় কুয়ালালামপুরের জালান ইপু মতিয়ারা কমপ্লেক্সে মালয়েশিয়া আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মকবুল হোসেন মুকুলের সভাপতিত্বে ও মালয়েশিয়া আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক শাহীন সরদার ও সদস্য মনিরুজ্জামান মনিরের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে আরোও বলেন, বেগম জিয়া ২০১৪ ও ১৫ সালে মানুষ পুড়িয়েছেন।
তিনি বলেন, দেশের জনগণ আপনাকে চায়না। দেশে নির্বাাচন হয়েছে বলে মার্শাল ল হয় নাই। আওয়ামীলীগ হচ্ছে জনগণের দল। প্রধান মন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। বেগম জিয়াকে প্রধান মন্ত্রী বলেছিলেন, আসুন সবাই মিলে সুষ্টু নির্বাচন করি। কিন্তু বেগম জিয়া আসেননি। বেগম জিয়া আপনি অনেক আন্দোলন করেছেন কিস্তু সফল হননি ।
তিনি বলেন , দেশে নির্বাচন হবে তবে ২০১৯ সালের আগে নয়। নাসিম বলেন, মালয়েশিয়ায় কর্মরত সাড়ে তিন লাখ বাংলাদেশী শ্রমিককে বৈধতা দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। সাড়ে ৩ লাখ বাংলাদেশীকে বৈধতা দেয়ার পর সম্প্রতি দেশটির আইনসভায় চূড়ান্ত ঘোষণা দিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের বড় কূটনৈতিক সাফল্য বলে উল্লেখ করেছেন মোহাম্মদ নাসিম। মালয়েশিয়া আওয়ামী লীগের নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন, প্রবাসীদের কল্যাণে কাজ করুন আপনাদের কমিটি দেয়া হবে এক শর্তে সবাই এক সঙ্গে থাকতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, হাইকমিশনার মোহাম্মদ শহীদুল ইসলাম বলেন, মালয়েশিয়ায় যারা অবৈধ রয়েছেন তাদেরকে বৈধ করার জন্য সব সর্বাত্মকভাবে চেষ্টা করছেন। মালয়েশিয়া সরকার বাংলাদেশিদেরকে তিন মাসের সময় দেবে বৈধ হওয়ার জন্য। তিনি আরও বলেন, আপনারা যত বেশি লোকের কাছে যাবেন তত বেশি সমস্যা হবে এই জন্য আপনারা অনলাইনে আবেদন করার সুযোগ দেওয়া হবে। তিনি বলেন, অবৈধদের যখন বৈধতা দেবে তখন মালয়েশিয়ায় অবস্থানকারী সকল প্রবাসী বাংলাদেশীদের সহযোগিতা কামনা করেন।
হাই কমিশনার আরোও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৪ সালের ডিসেম্বর যখন মালয়েশিয়া সফর করেন তিনি তখন মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে অনুরোধ জানান বাংলাদেশী অবৈধ শ্রমিকদের বৈধ করে নেওয়ার জন্য। আর সেই ধারাবাহিকতায় মালয়েশিয়া সরকার অবৈধ বাংলাদেশীদের বৈধতা দিচ্ছে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মোহাম্মদ গোলাম কিবরিয়া, সিরাজগঞ্জ পৌরসভার মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক জামিল হোসেন নাসির প্রমূখ।
এর আগে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বৃহস্পতিবার মালয়েশিয়ার স্বাস্থ্যমন্ত্রী ইয়ে দাতুক সারি ডা. এস সুব্রামানিয়ামের সঙ্গে বৈঠক করেন। এ সময় তিনি বাংলাদেশের সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে চিকিৎসা সরঞ্জাম, রক্ষণাবেক্ষণ, বর্জ্য ব্যবস্থাপনাসহ অন্যান্য লজিস্টিক সাপোর্ট দেয়ার বিষয়ে মালয়েশিয়ার সহযোগিতা কামনা করেন।



« (পূর্বের সংবাদ)



Shares