কাতারে শহিদুল হক মামার প্রথম জানাযা অনুষ্ঠিত
আমিনুল ইসলাম,কাতার প্রতিনিধিঃ বেদনাবিধুর পরিবেশে কাতারে অনুষ্ঠিত হল বীর মুক্তিযোদ্ধা শহীদুল হক মামার প্রথম জানাজা।
সোমবার( ৩ জুন) বিকেল চারটায় আবু হামোর মসজিদে অনুষ্ঠিত এই জানাজায় অংশ নেন কাতারে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত আসুদ আহমদসহ,বীরমুক্তিযোদ্ধাসহ বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দরা।
গত দু মাসের বেশি সময় ধরে কাতারের ওয়াকরা হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গত ৩০ জুন শুক্রবার দুপুরে তিনি মারা যান।
তার মৃত্যুর খবরে কাতার প্রবাসীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। সোমবার রাতে তার মরদেহ কাতার এয়ারওয়েজের কিউ আর ৬৪০ ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হবে।
মরহূমের ছেলে খালেদ বিন হক শূভ জানান,মঙ্গলবার ভোর সাড়ে ছয়টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহ পৌছার কথা রয়েছে।