মিথ্যা মামলা, বাসভবনে হামলায় প্রতিবাদ সমাবেশ, এলজিইডি প্রকৌশলীর অপসারনের দাবী
ব্রাহ্মণবাড়িয়ায় দুই সাংবাদিকরে বিরুদ্ধে মিথ্যা মামলা, বাসভবনে হামলা ও স্থানীয় এলজিইডির নির্বাহী প্রকৌশলীর অপসারনের দাবীতে আজ বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলানায়তনে জেলায় কর্মরত সকল সাংবাদিকদের এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব প্রাঙ্গনে কর্মবিরতি পালন করে। প্রেসক্লাবের প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মিজানুর রেজা। প্রতিবাদ সমাবেশে এসে সংহতি জানান জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আল মামুন সরকার। সমাবেশে, এলজিইডি নিয়ে সংবাদ প্রকাশের পর সাংবাদিকদের বিরুদ্ধে নির্বাহী প্রকৌশলীর উষ্কানিতে পছন্দের ঠিকাদার কর্তৃক মিথ্যা মামলা দায়েরের ক্ষোভ প্রকাশ করা হয়। সে সাথে তার অপসারন দাবী করা হয়। সমাবেশে সাংবাদিকদের বাস ভবনে হামলাকারীদের গ্রেফতার দাবী করা হয়। অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুশিয়ারী দেয়া হয়। সমাবেশে পুলিশের উপর হামলা মামলার সাবেক আসামী ওয়াহিদ শামীম কর্তৃক মিথ্যা মামলা দায়েরর পর দুই প্রবীণ সাংবাদিকদের সাথে ঔদ্যত্বপূর্ন আচারনকারী শামীশের শাস্তি দাবী করা হয়।
প্রেসক্লাবের পাঠাগার সম্পাদক নজরুল ইসলাম শাহাজাদার পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সহ-সভাপতি আল আমীন শাহীন, সাধারন সম্পাদক রিয়াজউদ্দিন জামি, প্রবীন সাংবাদিক মনজুরুল আলম, সাবেক সভাপতি মোহাম্মদ আরজু, প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি পিযুষ কান্তি আচার্য্য, সমকালের স্টাফ রিপোর্টার আব্দুর নূর, মানব জমিনের স্টাফ রিপোর্টার জাবেদ রহিম বিজন
প্রমুখ।
উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়ায় এলজিইডিতে টেন্ডারবাজির বিরুদ্ধে সংবাদ প্রকাশের পর ১১ আগস্ট তথ্য ও প্রযুক্তি আইনে এলজিইডি’র ঠিকাদার ওয়াহিদ শামীম বাদী হয়ে দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।