Main Menu

সরাইলে মেলা বন্ধের দাবীতে ফের বিক্ষোভ মিছিল, পথ সভা

+100%-

মোহাম্মদ মাসুদ , সরাইল থেকে ॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মেলার নামে অশ্লীলতা বন্ধের দাবীতে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে স্থানীয় লোকজন। গতকাল শুক্রবার বাদ উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের শাহবাজপুর রাজামারিয়াকান্দি ও বৈশামূড়া এলাকায় এ ঘটনা ঘটেছে।  প্রত্যক্ষদর্শীরা জানায়, সম্প্রতি শাহবাজপুর দ্বিতীয় গেইটে মহাসড়কের পাশে রয়েল ব্রিকস সংলগ্ন ফসলি মাঠে মেলার আয়োজন হয়েছিল। ওই গ্রামের বাসিন্ধা আবদুল হাইয়ের ছেলে আবদুর রহমান শরীফ উচ্চ আদালত থেকে মেলা করার অনুমতি নেওয়ার কথা জানিয়েছেন। কয়েক দিনের টানা উত্তেৎনার পর গত শুক্রবার বিকেলে স্থানীয় আলেম ওলামা ও বিক্ষুদ্ধ লোকজন ওই মেলার প্যান্ডেল ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে। এ ঘটনার সাত দিন পর আবারও উত্তপ্ত হয়ে উঠেছে শাহবাজপুর। তবে স্থান পরিবর্তন হয়েছে। এবার মহাসড়কের পাশে শাহবাজপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড রাজামারিয়াকান্দি এলাকায় মেলার আয়োজন চলছে। এমন খবর নিশ্চিত হয়ে ফুঁসে উঠেছে সেখানকার আলেম ওলামা ও সাধারন মানুষ। গতকাল এলাকায় মাইকিং করে সর্দার আবদুস সামাদ, ইউপি সদস্য আলী হায়দার, ব্যবসায়ি আবু তাহের, কৃষক ছাদেক মিয়া ও কিছু আলেমের নেতৃত্বে মেলা বন্ধের দাবীতে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি মহাসড়কের বৈশামূড়া এলাকা ঘুরে রাজামারিয়াকান্দি নূরানি হাফেজিয়া মাদ্রাসা প্রাঙ্গনে এসে শেষ হয়। সেখানে এক পথ সভায় বক্তব্য রাখেন- মাদ্রাসার শিক্ষক মাওলানা আবদুল মান্নান, হাফেজ মোঃ আসাদ ও শাহবাজপুর মাদ্রাসার শিক্ষক আবদুল মান্নান।
বক্তারা বলেন, এখানে মেলা হতে দেওয়া হবে না। যে কোন মূল্যে মেলার নামে অসামাজিক কাজ প্রতিহত করা হবে। আমাদের আন্দোলন শুরু। মেলার কাজ বন্ধ করা না হলে কঠোর থেকে কঠোর কর্মসূচি দেওয়া হবে।






Shares