কালী পূজা ও দীপাবলি
বৃহস্পতিবার হিন্দু ধর্মাবলম্বীদের কালীপূজা ও দীপাবলি অনুষ্ঠিত হচ্ছে। হিন্দু সম্প্রদায় সন্ধ্যায় ব্রাক্ষনবাড়িয়ায় তাদের প্রতিটি বাড়িতে প্রদীপ প্রজ্জলনের মধ্যদিয়ে এ পুজা পালন করছে। এতে তাদের প্রয়াত স্বর্গীয় মাতা-পিতা, আত্মীয় স্বজনের আত্মার শান্তি কামনা, স্বামী, সন্তান ও স্বজনরা যাতে সুষ্ঠু ও সুন্দরভাবে থাকতে পারে এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় শ্রী শ্রী শ্যামা মায়ের কাছে প্রার্থনা করছেন। দীপাবলি ও শ্যামা পূজা উপলক্ষে ধর্মীয় প্রতিষ্ঠানগুলো বিভিন্ন কর্মসূচী গ্রহন করেছে। প্রতিবারের মত এবারও হিন্দুদের স্থানীয় ধর্মীয় প্রতিষ্ঠান ও মন্দিরে সন্ধ্যায় প্রদীপ প্রজ্জলন করা হয়েছে। পরে ভক্তিমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান ও রাতে শ্যামা পূজা অনুষ্ঠিত হবে। ব্রাক্ষনবাড়িয়া শহরের প্রতিটি পাড়া মহল্লায় এ পুজা অনুষ্ঠিত হবে বলে আয়োজকরা জানিয়েছেন।
« বিজয়নগরে দুটি ঘর পুড়ে ছাই (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) কালী পূজা ও দীপাবলি »