সরাইলে এক বখাটের দেড় বছরের কারাদন্ড
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মোস্তফা মিয়া (৩০) নামের এক বখাটে যুবককে দেড় বছরের কারাদণড দিয়েছে ভ্রাম্যমান আদালত। বুধবার দুপুরে নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ এমরান হোসেন এ কারাদণডাদেশ দেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায় উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের নাথপাড়া গ্রামের রখাটে যুবক মোস্তফা একই গ্রামের এক গৃহবধূকে গত মঙ্গলবার রাতে ধর্ষনের চেষ্টা করে। এসময় তার আর্তচিতকারে পরিবার ও আশপাশের লোকজন তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। পুলিশ বুধবার দুপুরে তাকে ভ্রাম্যমান আদালতে হাজির করলে আদালত তাকে দেড় বছরের কারাদণড প্রদান করেন।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আরশাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন মোস্তার বিরুদ্ধে সরাইল থানায় একাধিক মামলা রয়েছে। তাকে গতকাল কারাগারে পাঠানো হয়েছে।
« ভারতেও বাংলাদেশের নেটওয়ার্ট! (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) সরাইলে এক বখাটের দেড় বছরের কারাদন্ড »