Main Menu

নবীনগরে ১৪ দাঙ্গাবাজকে ভ্রাম্যমান আদালতে দু’মাসের জেল

+100%-

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার পশ্চিম ইউনিয়নের চরলাপাং গ্রামে দাঙ্গার সাথে জড়িত থাকার অভিযোগে শুক্রবার রাতে ১৪ দাঙ্গাবাজকে গ্রেফতার করে নবীনগর থানার পুলিশ। পরে শনিবার বিকালে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে  ভ্রাম্যমান আদালত প্রত্যেক দাঙ্গাবাজকে দু’মাসের জেল প্রদান করে। দন্ডপ্রাপ্তরা হচ্ছেন-আলামিনমিয়া (২০), নূরুল ইসলাম(৪৫), খলিল মিয়া(৩৫),উজির মিয়া(৫০), সাঈদ মিয়া(৪২), ইদ্রিস মিয়া (৫০), জজ মিয়া (৫০), মানিক মিয়া (৪০), সোহাগ মিয়া (২০), জলিল মিয়া (২৫), সাগর মিয়া(৩০), মনির হোসনে (২৮), জালাল মিয়া (৪০), ইয়াসিন (২৮)। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি ) আবুল কালাম।
উল্লেখ্য,চরলাপং গ্রামে গ্রাম্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দানেশ মেম্বার ও শওকত মেম্বার গ্রুপের মধ্যে গত বৃহষ্পতিবার রক্তক্ষয়ী সংঘর্ষে একজন নিহত ও ২০ জন আহত হয়। ফের সংঘর্ষের আশংকায় পুলিশ ঘটনাস্থল থেকে ইউপিমেম্বার সহ ১৪জন আটক করে। 






Shares