ক্ষমতার জন্য সংবিধান লংঘন করার শিক্ষা বঙ্গবন্ধু দিয়ে যায় নি’ — ড. কামাল হোসেন
গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, ‘সংবিধান অনুযায়ি ১৬ কোটি জনগণ এদেশের মালিক। এ কথা সরকার মুখে বললেও অন্তরে বিশ্বাস করে না। আর সে জন্যই গত ৫ জানুয়ারির নির্বাচনকে সাংবিধানিক বাধ্যবাধকতার নির্বাচনের কথা বললেও এখন বলছে ৫ বছর পর নির্বাচন হবে। এর আগে কোনো সংলাপও নয়। স্বাধীন দেশের নাগরিক হিসেবে জনগণের ক্ষমতা আছে প্রতিনিধি নির্বাচনের। কিন্তু ৫ জানুয়ারির নির্বাচনে জনগণ সে সুযোগ পায় নি। তত্ববধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের জানমাল রক্ষা, আইনের শাসন প্রতিষ্ঠা তথা অস্প্রদায়িক গণতন্ত্রের দেশ প্রতিষ্ঠার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ক্ষমতার জন্য সংবিধান লংঘন করার শিক্ষা বঙ্গবন্ধু দিয়ে যায় নি’।
রবিবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া পৌর কমিউনিটি সেন্টারে গণফোরাম আয়োজিত সভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এ সময় তিনি বলেন, ‘অনেক প্রাণের বিনিময়ে, অনেক মূল্যে স্বাধীনতা এনেছি’।
গণফোরামের জেলা সভাপতি অ্যাডভোকেট তারিকুল রউফের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না, গণফোরামের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আব্দুল হাসিফ চৌধুরি, কার্যকরি সভাপতি সুব্রত চৌধুরি, গণতান্ত্রিক আইনজীবী সমিতির সহ-সভাপতি জগলুল হায়দার আফরিন, জেলা আইনজীবী সমিতির সহ-সভাপতি মো. শফিকুর রহমান, চন্দন বণিক, মো. আকরাম হোসেন, ইসতিয়াক আহম্মেদ প্রমুখ। সভা পরিচালনা করেন গণফোরাম নেতা অ্যাডভোকেট শামীম আহম্মেদ।