দীর্ঘ ৬ মাস পর, আশুগঞ্জ সারকারখানায় উৎপাদন শুরু
গ্যাস সংকটের কারনসহ বিভিন্ন কারনে দীর্ঘ ৬মাস বন্ধ থাকার পর রবিবার সকাল থেকে আশুগঞ্জ সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু হয়েছে। তবে গ্যাসের চাপ কম থাকায় উৎপাদন ঝুঁকিতে রয়েছে।
এদিকে ৬ মাস কারখানা বন্ধ থাকায় কমপক্ষে ৩শ কোটি টাকা মূল্যের ২লাখ ২৫হাজার মেট্রিক টন ইউরিয়া উৎপাদন ব্যাহত হয়। ফলে চলতি বছর বিসিআইসি‘র প্রস্তাবিত লক্ষ্যমাত্রা পুণঃনির্ধারণ প্রয়োজন হতে পারে বলে জানান কারখানা কর্তৃপক্ষ।
কারখানা সূত্রে জানা যায়, গ্রীস্ম মৌসুমে বিদ্যুৎ কেন্দ্রে অধিক মাত্রায় গ্যাস সরবরাহের জন্য শিল্প মন্ত্রণালয়ের নির্দেশে গত ১৭ মার্চ আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। ফলে উৎপাদন বন্ধ হয়ে যায়।
এদিকে চলতি সেপ্টেম্বর মাসের ১ তারিখ কারখানায় গ্যাস সরবরাহ দেয়া হলে ৩ তারিখ বুধবার বয়লার ইউনিটের সুপার হিটার ফেটে গিয়ে কারখানার উৎপাদন প্রক্রিয়া বন্ধ হয়ে যায়। পরে চীনা বিশেজ্ঞগণের সহায়তায় এর মেরামত শেষে রবিবার সকাল ৮টায় ইউরিয়া উৎপাদন শুরু হয়। তবে গ্যাসের চাপ কম থাকায় উৎপাদন ঝুঁকিতে রয়েছে।
এ ব্যাপারে কারখানার মহাব্যবস্থাপক (উৎপাদন) প্রকৌশলী ওমর খৈয়াম বলেন, গ্যাস সরবরাহ বন্ধ থাকায় গত ১৭মার্চ থেকে কারখানার উৎপাদন বন্ধ করা হয়। গ্যাস পাওয়া যাওয়ায় গতকাল রবিবার সকাল ৮টা থেকে ইউরিয়া উৎপাদন শুরু হয়েছে।
এব্যাপারে আশুগঞ্জ সার কারখানার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী নুরুল কবীর জানান, রবিবার সকাল থেকে কারখানার উৎপাদন শুরু হয়েছে।