খালেদা জিয়ার জনসভা জনসমুদ্রে পরিণত হবে.. জেলা বিএনপি
ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে জগদ্দল পাথররূপী সেই সরকার জনগনের ঘাড়ে চেপে বসেছে এই অবৈধ সরকারকে হঠাতে হবে। এজন্যই জনগণকে সম্পৃক্ত করতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আগামী ২৩ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ায় আসছেন। খালেদা জিয়ার এই সমাবেশ জন সমুদ্রে পরিণত হবে। আমরা তৃণমূল পর্যায়ে এমনই সাড়া পাচ্ছি। এটা হবে সর্বকালের স্মরণযোগ্য জনসভা। ব্রাহ্মণবাড়িয়া শহর লোকে লোকারণ্য হয়ে যাবে। গতকাল শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তেন আয়োজিত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব জানালেন জেলা বিএনপি’র ও অংগ সংগঠনের নেতৃবৃন্দ। ২৩ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ায় ২০ দলীয় জোট নেত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জনসমাবেশের বিভিন্ন দিক তুলে ধরে জেলা বিএনপি’র সদস্য সচিব জহিরুল হক খোকন। প্রশাসনের প্রতি আমাদের দাবী থাকবে ওনারা যেন নিরপেক্ষতা বজায় রাখেন। মতবিনিময় সভায় ছাত্রদল’র যুগ্ম সাধারণ সম্পাদক দিদারকে গ্রেফতারের প্রতিবাদ ও নিন্দা জানানো হয়। বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপি’র সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক জিল্লুর রহমান, এডঃ সফিকুল ইসলাম, মোবারক মুন্সী, এডভোটেক গোলাম সারোয়ার, এডঃ আনিছুর রহমান মঞ্জু, সিরাজুল ইসলাম, এডঃ তারিকুল ইসলাম রোমা প্রমুখ। ২৩ সেপ্টেম্বর জন সমাবেশকে সফল ও সার্থক করতে সিভিল প্রশাসন, পুলিশ প্রশাসন ও সাংবাদিকদের সহযোগীতার আহবায়ন জানানোন হয়।