সকল মানুষকে মানুষ হিসেবে মূল্যায়ন করে মানবাতর কল্যানে কাজ করতে হবে-বিদায় সংবর্ধনায় প্রফেসর অমৃত লাল
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের বিদায়ী অধ্যক্ষ প্রফেসর অমৃত লাল সাহার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গতকাল সন্ধ্যায় কলেজের শিক্ষক পরিষদ মিলনায়তনে বিদায় সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আব্দুর রাজ্জাক মীর। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিক্ষক পরিষদ সম্পাদক মোঃ তারিকুল ইসলাম, রাষ্টবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোঃ নুরুল ইসলাম, অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর আনজুমান আরা বেগম, ইসলাম শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মুহাম্মদ আকবর হুছাইন, গনিত বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোঃ শাহ আলম, বিদায় সংবর্ধনা আয়োজক কমিটির আহবায়ক দশর্ন বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ জাকির হোসেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন শিক্ষক পরিষদের যুগ্ম সম্পাদ মোঃ মাহমুদুর রহমান ভূঞা। অনুষ্ঠানে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকা বৃন্দ বক্তব্য প্রদান করেন। আলোচনা সভায় সংবর্ধিত অতিথি সদ্য বিদায়ী অধ্যক্ষ প্রফেসর অমৃত লাল সাহা বলেন, আমার দীর্ঘ কর্মজীবনের শুরু ব্রাহ্মণবাড়িয়া শেষও হয় ব্রাহ্মণবাড়িয়ায়। জেলার ইতিহাস ঐতিহ্য ও আতিথিয়েতায় আমি মুগ্ধ। সূদীর্ঘ চাকরি জীবনে আমি সততা ও ন্যায় নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে চেষ্টা করেছি। দায়িত্ব পালনে বিভিন্ন সময় যারা আমাকে সহোযোগিতা করেছেন তাদের আমি সারাজীবন কৃতজ্ঞতার সাথে স্বরণ করব। তিনি তার দায়িত্ব পালেন স্ত্রীর ধর্য্যশীল ভূমিকার কথাও স্বরণ করেন এবং দায়িত্ব পালনে অনিচ্ছাকৃত ভূল-টুটি কে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানান। বিদায়ী অধ্যক্ষ সকলকে তার সারা জীবনের দর্শন “জাতী-ধর্ম-বর্ণ-নির্বিশেষে সকল মানুষকে মানুষ হিসেবে মূল্যায়ন করে মানবাতর কল্যানে কাজ করার আহবান জানান। অনুষ্ঠানে তাঁর স্ত্রী, কন্যা উপস্থিত ছিলেন। পরে তাঁকে কলেজের পক্ষ থেকে সম্মানা ক্রেষ্ট ও বিভিন্ন বিভাগের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়। উল্লেখ্য প্রফেসর অমৃত লাল সাহা দীর্ঘ ৩২ বছর চাকরি জীবন শেষে গত ২৮ আগষ্ট অবসর গ্রহন করেন।