বাহ্মণবাড়িয়ায় নির্বাচন অফিসে হামলা: জেলা নির্বাচন কর্মকর্তা আহত
প্রতিনিধি : ভোটার তালিকায় নাম না থাকায় ব্রাহ্মণবাড়িয়া জেলা নির্বাচন কর্মকর্তা বেলায়েত হোসেন চৌধুরীকে নিজ অফিসে পেটাল দুর্বৃত্তরা।
সোমবার দুপুর ২টায় কাউতলির জেলা নির্বাচন অফিসে এই ঘটনা ঘটে। টেলিফোনে তিনি জানান, “দুপুরে ৪ / ৫ জন তরুন আমার রুমে প্রবেশ করে তাদেরকে এখনই ভোটার তালিকায় অন্তভূক্ত করার দাবী জানায়। আমি তাদেরকে বলি আমার টিম এখন বাইরে আছে। তারা আসা পযন্ত অপেক্ষা করতে হবে। এ কথা বলার সাথে সাথে তারা অশ্রাব্য গালিগালাজ শুরু করে এবং লাঠি দিয়ে মাথায় আঘাত করা শুরু করে।” তিনি সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তবে হামলাকারীদের পরিচয় পাওয়া যায়নি।
ব্রাহ্মণবাড়িয়া সদর (মডেল) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস ঘটনার বিষয়টি নিশ্চত করে বলেন, ‘দোষীদের খুঁজে বের করার চেষ্টা চলছে।
« আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কসবায় র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) মেঘনায় নৌ ডুবির ১৩ দিন পর বাইশমৌজায় নৌকা ও ২ লাশ উদ্ধার »