Main Menu

ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু-অবশেষে রফাদফা

+100%-


ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসকের ভুল চিকিৎসায় মুন্না (১৩) নামে এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এই ঘটনায় বেসরকারি হাসপাতাল ভাঙচুরের চেষ্টা চালিয়েছে রোগীর স্বজনরা। অবশেষে মোটা অঙ্কের রফাদফার খবর পাওয়া গেছে। গত বৃহস্পতিবার দিবাগত রাতে শহরের কুমারশীল মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মুন্না সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের বিরাসার গ্রামের কবির হোসেনের ছেলে এবং শহরের আনন্দ বাজারে সবজি বিক্রেতা করতো।
জানা যায়, গত বৃহস্পতিবার বিকেলে বাড়ির পাশের মাঠে কাবাডি খেলতে গিয়ে হাত ভেঙ্গে ফেলে মুন্না। পরিবারের লোকজন তাকে দ্রুত জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেন। পরে দালালের মাধ্যমে বিশেষজ্ঞ চিকিৎসক (অর্থোপেডিক) ডা. গোলাম মোস্তফা অপারেশনের জন্য ২৫ হাজার টাকা চান। রোগীর পরিবার গরীব হওয়ায় ১৫ হাজার টাকায় অপারেশনের জন্য রফাদফা হয়। এরই প্রেক্ষিতে ডা. গোলাম মোস্তফা রোগীকে শহরের কুমারশীলমোড়স্থ ‘এ্যাপোলো’ হাসপাতালে ভর্তি করার জন্য বলেন। রাত সাড়ে আটটার দিকে চিকিৎসক গোলাম মোস্তফা এ্যাপোলো হাসপাতালে পৌঁছে রোগী মুন্নাকে অপারেশন থিয়েটারে ঢুকিয়ে কোমরে ও ডান হাতে ইনজেকশন দেয়। এরপরই রোগীর অবস্থার অবনতি ঘটে এবং কিছুক্ষন পর সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। এই ঘটনার পর রোগীরা স্বজন ও গ্রামের লোকজন ভুল চিকিৎসার অভিযোগ এনে এ্যাপোলো হাসপাতাল ঘেরাও করে ভাঙচুরের চেষ্টা চালায়। খবর পেয়ে সদর মডেল থানার ওসি মো. আবদুর রব ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। পরে নিহতের লাশ ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়। সদর থানা কর্মকর্তাদের উপস্থিতিতে শহরের কয়েকজন রাজনৈতিক নেতার হস্তক্ষেপে পাঁচ লাখ টাকার বিনিময়ে বিষয়টির সুরাহা করা হয়। রোগীর এলাকার কয়েকজন জানায়, ‘রোগীর পরিবার গরীব হওয়ায় তাকে মোটা অঙ্কের টাকা পাইয়ে দেয়ার ব্যবস্থা করা হয়েছে।’ এই বিষয়ে সদর মডেল থানার পরিদর্শক (ওসি) মো. আবদুর রবের সাথে যোগাযোগ করা হলেও তার কোনো মন্তব্য পাওয়া যায়নি।






Shares